টেলিকম মন্ত্রীর কাছে ধমক বিএসএনএল কর্তাদের

banner

#Pravati Sangbad Digital Desk:

টেলিকম মন্ত্রীর কাছে করা ধমক খেলেন বিএসএনএল কর্মীরা। সম্প্রতি দিল্লিতে বিএসএনএল এর সদর দপ্তরে সমস্ত সার্কেলের কর্তাদের সাথে বৈঠকে বসেছিলেন, টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বৈঠকেই সংস্থার কর্মী এবং কর্তাদের ধমক দেন তিনি, এদিন মন্ত্রী বলেন, “ কাজ করতে হলে সংস্থার উন্নতি করতে হবে, ঢিলেমি কোন ভাবেই সহ্য করা হবে না, দরকার হলে স্বেচ্ছাঅবসর নিয়ে নিন”। মন্ত্রীর বক্তব্যের বীরুধে পাল্টা সরব হয়েছে বিএসএনএল কর্মীদের একাংশ, তাদের মতে, অন্যান্য সংস্থা যেখানে ভারতের ৫জি পরিষেবা চালু করতে চলেছে, সেখানে আমরা উন্নত যন্ত্রপাতির অভাবে ৪জি পরিষেবা চালু করতে পারিনি। বিএসএনএল এমপ্লয়িজ ইউনিয়নের দাবি, কর্মীরাও সংস্থার উন্নতির জন্য ভাবেন, কিন্তু সরকার তাদের পাশে দাড়াই না। ২০১৯ সালে বিএসএনএল কয়েক হাজার কর্মী ছাঁটাই করেছিলো, সংস্থার উন্নতির জন্য কিন্তু উন্নত প্রযুক্তি না দিলে বিএসএনএল উন্নতি কোন ভাবেই করতে পারবে না। বিভিন্ন বেসরকারি টেলিকম সংস্থা বিদেশি প্রযুক্তি ব্যাবহার করে, কিন্তু বিএসএনএলকে দেশীয় প্রযুক্তির ওপরেই নির্ভর করে থাকতে হয়। এদিন মন্ত্রী আরও বলেন, “ গ্রাহকরা ফোন করে অসুবিধার কথা জানালে, বাকি সমস্ত বেসরকারি টেলিকম সংস্থার থেকে বেশি ভালো ভাবে কথা বলতে হবে”। সেই সাথে মন্ত্রী আরও জানিয়েছেন, বিএসএনএলকে ৪জি পরিষেবা আনার জন্য দেশীয় প্রযুক্তির ওপরেই নির্ভর করতে হবে|

Journalist Name : sagarika chakraborty

Related News