পুরনো পথে দার্জিলিং মেল, ১৫ই আগস্ট থেকে হলদিবাড়ির পথে এই কিংবদন্তী

banner

#Pravati Sangbad Digital Desk:

এবার থেকে দার্জিলিং মেল চলবে পূর্ব নির্ধারিত পথ দিয়েই। আগামী সোমবার অর্থাৎ ১৫ই  থেকেই দার্জিলিং মেল যাবে হলদিবাড়ি পর্যন্ত। গতকাল পূর্ব রেলের তরফ থেকে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে বলা হয়েছে, ১২৩৪৩ আপ এবং ১২৩৪৪ ডাউন দার্জিলিং মেল প্রতিদিন রাত ১০টা ৫ মিনিটে শিয়ালদহ ষ্টেশন থেকে ছেড়ে নিউ জলপাইগুড়ি স্টেশনের পরিবর্তে জলপাইগুড়ি টাউন ষ্টেশন হয়ে ভারত বাংলাদেশ সিমান্তে অবস্থিত হলদিবাড়ি স্টেশনে পৌঁছবে। অন্যদিকে প্রতিদিন সন্ধ্যে ৬টার সময় দার্জিলিং মেল হলদিবাড়ি ষ্টেশন থেকে ছেড়ে পরের দিন সকালে শিয়ালদহ পৌঁছবে। আগে ২০২০ সালের এপ্রিল মাস পর্যন্ত এই পথেই যাত্রা করতো দার্জিলিং মেল, তবে পরের দিকে রেলের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে বলা হয় ট্রেনের দুটি সংরক্ষিত কোচ দেওয়া হবে না হলদিবাড়ি স্টেশনের জন্য, তার পরেই বন্ধ হয়ে যায় শতাব্দি প্রাচীন এই রেল পরিষেবা। উল্লেখ্য কিছু দিন আগেই চালু হয়েছে ভারত বাংলাদেশ মিতালী এক্সপ্রেস, তারপরেই জলপাইগুড়ির সাংসদ জয়েন্ত রায় আশ্বাস দিয়েছিলেন দার্জিলিং মেল পুনরায় চালু করার জন্য। পুরনরায় দার্জিলিং মেল তার পূর্ব নির্ধারিত পথে যাত্রা করলে গড়ালবাড়ি, বেরুবাড়ি, মেখলিগঞ্জ, জলপাইগুড়ি সহ হলদিবাড়ি একালাকার মানুষ উপকৃত হবেন। এবার শৈলশহরের বুক চিরে দার্জিলিং মেল ছুটবে হলদিবাড়ি পর্যন্ত।

Journalist Name : Sabyasachi Chatterjee

Related News