এত ফটো তুলেছেন যে ফোনের স্টোরেজ ফুল? এবার সেই সমস্যার সমাধান

banner

#Pravati Sangbad Digital Desk:

যত বেশি মেমোরির এন্ড্রয়েড ফোন হাতে থাকুক না কেন একটা না একটা সময়ের পর স্টোরেজ ফুল  তো দেখাবেই। ফটো বা ভিডিও তুলতে গেলে বারবার আটকে যাচ্ছে এবং দেখাচ্ছে ফোনের স্টোরেজ শেষ আবার কখনো ফোন ব্যবহার করতে করতে স্লো হয়ে যাচ্ছে স্টোরেজ ফুলের কারণে, তবে এই সমস্যারও সমাধান আছে। একটি কৌশলের দ্বারা স্টোরেজ ফুল হয়ে গেলেও সেই সমস্যা থেকে রেহাই পাওয়া যাবে। প্রথম উপায় হল বিভিন্ন ধরনের ডুপ্লিকেট অ্যাপ বা ফাইল ফোন থেকে মুছে ফেলা। যার মধ্যে অন্যতম কয়েকটি অ্যাপ আছে প্লে স্টোরে যেগুলি হল CCleaner, virus cleaner । এগুলির দ্বারা ফোনের অবাঞ্ছিত তথ্য এবং ফাইল মুছে ফেলা যাবে এছাড়া ভাইরাস পর্যন্ত মুছে ফেলা যায়। যার ফলে ফোন অনেক ভালো চলবে। এছাড়া ফোন থেকে ডুপ্লিকেট তথ্য ফটো বা ভিডিও এগুলি মুছে ফেললে অনেক জায়গা খালি হয়ে যাবে যার ফলে স্টোরিজ নিয়ে আর কোন সমস্যা হবে না।

দ্বিতীয় পদ্ধতি অনুসারে কেউ যদি ছবি ভিডিও তথ্য বা ফাইল মুছে না ফেলেও ফোনের স্টোরেজ বাড়াতে চায় তারও উপায় আছে। এর জন্য ফোনে ব্যবহার করতে হবে ক্লাউড স্টোরেজ। এগুলির দ্বারা ফটো ভিডিও তরেজ করে রাখা যায়। যার ফলে ফোনের ফটো বা ভিডিও মুছে দিলেও ক্লাউড স্টোরেজে তা কিন্তু জমা থেকে যায়। google ফটো অ্যাপ নামিয়েও এই পদ্ধতি অবলম্বন করা যেতে পারে। ফোন বদলালেও অনেক সময় ফোনের অনেক তথ্য হারিয়ে যায় সেক্ষেত্রে এইসবের দ্বারা গুগল লগইন করে সব তথ্য ফেরত পাওয়া সম্ভব।

Journalist Name : sagarika chakraborty

Related News