Flash news
    No Flash News Today..!!
Saturday, May 11, 2024

শীতের দিনে ত্বকের যাবতীয় সমস্যা দূর করতে বেছে নিন ওটস প্যাক! জানুন এর ব্যবহার

banner

#Pravati Sangbad Digital Desk:

দেখতে দেখতে নামছে উষ্ণতার পারদ। আর তার সাথে গায়ে উঠছে সোয়েটার, চাদর ইত্যাদি। পাশাপাশি ত্বকে ধরেছে টান। জায়গা করে নিচ্ছে নামী দামী ময়শ্চারাইজার ও বডি লোশন। তবে এগুলো ত্বককে কোমল ও সুন্দর করে তুললেও ঢাকা পরে ত্বকের উজ্জ্বলতা, বারে ত্বকের নানান সমস্যা। অথচ এই উৎসবের মরশুমে নিজেকে সুন্দর করে সাজিয়ে তুলতে চাই আকর্ষণীয় উজ্জ্বল স্বাস্থ্যজ্জল ত্বক। তাই হাতে যদি সময় না থাকে তাহলে বেছে নিন এই ঘরোয়া উপায়। অল্প সময়ে সুস্থ ত্বকের জেল্লা পেতে ভরসা রাখুন ভিটামিন ও পুষ্টিকর উপাদান সমৃদ্ধ ওটস-এ। ক্লেনজিং থেকে শুরু করে ময়েশ্চারাইজিং পর্যন্ত ত্বকের যাবতীয় চাহিদা মেটাতে সামান্য কিছু উপকরণে বানিয়ে নিন ওটস-এর ম্যাজিক মাস্ক। তাহলে আর দেরি কিসের জেনে নিন এর ব্যাবহার। 


ডিপ ক্লিনজিং এর জন্য- 

দীর্ঘদিনের ব্ল্যাকহেডসের সমস্যায় ভুগছেন? চোখ কান বুজে এবার ভরসা রাখুন ওটস-এ। এক টেবিল চামচ ওটস গুঁড়োর সাথে প্রয়োজন মতো টক দই ও ১ টেবিল চামচ মধু মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। এবার সেই পেস্ট মুখে লাগিয়ে ২০-৩০ মিনিট রেখে নরমাল জলে ধুয়ে নিন। ওটস ত্বকে জমে থাকা ডেড সেল বা মৃত কোষ দূর করে ত্বক কোমল সুন্দর করে তোলে। তাই সপ্তাহে ১-২ দিন ত্বক এক্সফোলিয়েট করতে ও হারিয়ে যাওয়া উজ্জ্বলতা ফিরিয়ে আনতে বেছে নিন এই প্যাক। 


ব্রণ দূর করতে- 

ব্রণ দূর করতে ওটসের জুড়ি মেলা ভার। তাই এই উৎসবের দিনে ব্রণ মুক্ত ত্বক পেতে ১ টেবিল চামচ ওটস গুঁড়োর সাথে অর্ধেক পাতিলেবুর রস ও ডিমের সাদা অংশ মিশিয়ে স্মুথ পেস্ট বানিয়ে নিয়ে ১০-১৫ রেখে ধুয়ে নিন। সপ্তাহে ২-৩ দিন করলেই মিলবে ফল। 

এছাড়াও যাদের ডিমে সমস্যা তারা ওটস গুঁড়োর সাথে চন্দন গুঁড়ো ও গোলাপ জল মিশিয়ে পেস্ট বানিয়ে একই ভাবে ব্যবহার করলে মিলবে ফল। 


ট্যান দূর করতে- 

দীর্ঘ দিনে জমা ট্যান অপ্ল সময়ে দূর করতে ২ টেবিল চামচ টক দইয়ের সাথে ১ টেবিল চামচ লেবুর রস ও ওটস গুঁড়ো মিশিয়ে মুখে গলায় হাতে পায়ে যেসব স্থানে ট্যান আছে সেসব জায়গায় ২০-২৫ মিনিট লাগিয়ে ধুয়ে নিন। নিয়মিত সপ্তাহে ২-৩ দিন করলে দূর হবে ট্যানের সমস্যা। 


মুখে রোমের অধিক্য দূর করতে- 

যাদের মুখে রোম বেশি তাঁদের নিয়মিত থ্রেডিং বা ওয়্যাক্সিং কিংবা শেভিং করে রোম তুলতে হয়। যা সময় সাপেক্ষ ও সমস্যার। তাই তাঁদের জন্য রইলো ওটসের ম্যাজিক টিপস। যার ব্যবহার করে সহজেই দূর হবে এই সমস্যা। একটা পাকা কলা চটকে তার সাথে দু চামচ ওটস গুঁড়ো মিশিয়ে ১৫-২০ মিনিট মুখে লাগিয়ে ম্যাসাজ করুন। এছাড়াও মুখে ব্লিচিং-এর এফেক্ট পেতে কয়েক ফোঁটা লেবুর রস মেশাতে পারেন। এভাবে ওটসের প্যাক ত্বকের রোমকুপের গোড়া নরম করে আলগা করে দেয় যার ফলে অবাঞ্ছিত রোম ঝরে যায়। পাশাপাশি রোমের কালচে ভাবও দূর হয়।

Journalist Name : Sohini Chatterjee

Related News