জিও কে টেক্কা দিল বিএসএনএল, বাজারে নিয়ে এলো মাত্র ১৯ টাকার প্ল্যান

banner

#Pravati Sangbad Digital Desk:

ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির বাজারে টেলিকম সংস্থাগুলির মধ্যে প্রতিযোগিতা চলতেই থাকে। সাধারণ মানুষ সবসময় খোঁজে কম টাকায় উন্নতমানের প্ল্যান ও পরিষেবা। এর জন্য  সবাই সব সময় জিও-কেই বেছে নিয়ে থাকে কারণ রিলায়েন্স জিও অত্যন্ত কম টাকায় অধিক পরিষেবা প্রদান করে থাকে। এয়ারটেল, ভোডাফোনের মত টেলিকম সংস্থাগুলি জিওর সাথে প্রতিযোগিতার বাজারে নামতে এলেও সেরকম গ্রহণযোগ্যতা পায়নি; জিও কিন্তু প্রতিযোগিতার বাজারে নিজের অবস্থান টিকিয়ে রেখেছে বরাবরই।


কিন্তু এবার জিওকে টেক্কা দিতে এগিয়ে এলো বিএসএনএল। জিওর থেকেও কম খরচে পরিষেবার প্রদান করতে চলেছে ভারত সঞ্চার নিগম লিমিটেড। মধ্যবিত্তদের হাতের নাগালের মধ্যে এই রকম এক পরিষেবা সত্যিই খুব দরকার ছিল। অনেকেই আছে যাদের ফোন সংখ্যা একটির বেশি বা সিম সংখ্যা একের অধিক, তারা অন্যান্য সিমগুলিকে শুধুমাত্র  চালু রাখার জন্য একটি ন্যূনতম রিচার্জ করে থাকেন। তবে অন্যান্য টেলিকম সংস্থাগুলি সেই সিম সক্রিয় রাখার প্ল্যানের খরচও বাড়িয়ে চলেছে নিত্যদিন। সেখানে বিএসএনএল মাত্র ১৯ টাকায় নিয়ে এলো গোটা মাস সিম সক্রিয় রাখার সুবিধা মাত্র ১৯ টাকা রিচার্জের বিনিময়ে। সারা মাস আউটগোয়িং এবং ইনকামিং কলের পরিষেবা চালু থাকবে, এছাড়া কল করার রেট ২০ পয়সাতে নেমে আসবে। এছাড়া মধ্যবিত্তদের হাতের নাগালে ১০০ টাকার নিচেও বেশ কয়েকটি রিচার্জ প্ল্যান রয়েছে। তার মধ্যে একটি হল ৭৫ টাকায়; এই প্লানের আওতায় কোনরকম এসএমএস-এর সুবিধা না থাকলেও, গোটা মাস ২০০ মিনিট ফোন কলের সুবিধা থাকবে এবং ডেটা দেওয়া হবে 2 জিবি। তাই এরকম সুবর্ণ সুযোগ হাতছাড়া না করে, মধ্যবিত্তরা যে কেউ ব্যবহার করতে পারে কম খরচে বিএসএনএল-এর এই পরিষেবা।


Journalist Name : Sabyasachi Chatterjee