মেট্রোর কাজে ক্ষতিগ্রস্থ দোকান ব্যবসায়ীদের প্রথম পর্যায়ের অনুদান দিলো কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ

banner

#Pravati Sangbad Digital Desk:

২০১৯ সালের পরে আবার ২০২২ সাল। মেট্রোর কাজের জন্য ক্ষতিগ্রস্থ হয় বৌবাজারের দূর্গাপিটুরী লেনের একাধিক বাড়ি এবং দোকান। বর্তমানে বিশ বাও জলে বৌ বাজার মেট্রোর ভবিষ্যত। তবে এবার কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের তরফ থেকে ক্ষতিগ্রস্থ দোকানের মালিকদের হতে তুলে দেওয়া হলো অনুদান। জানা গিয়েছে, আপাতত প্রথম পর্যায়ের অনুদান দেওয়া হয়েছে। আবেদনের ভিত্তিতে ধাপে ধাপে দেওয়া হবে বাকি অনুদান। সেই সাথে আরও জানা গিয়েছে আগামী ২০২৪ সালের মধ্যে মেট্রোর কাজের জন্য ঘরছাড়াদের ফিরিয়ে আনা হবে নিজের বাড়িতে। মেট্রো সূত্রে খবর, ক্ষতির পরিমাণ যাচাই করে দেওয়া হচ্ছে আর্থিক অনুদান। দোকানের মাপ ১০০ স্কোয়ার ফিটের মধ্যে হলে দেওয়া হবে ১লক্ষ টাকার অনুদান। এদিন ধর্মতলার কাছে কলকাতা মেট্রোর অফিসে ব্যবসায়ীদের মধ্যে অনুদানের টাকা তুলে দেয় কলকাতা মেট্রো কতৃপক্ষ। আরও জানা গিয়েছে, এলাকার মাটির অবস্থা খতিয়ে দেখে তারপরে ক্ষতিগ্রস্থ বাড়িগুলি আবার নতুন করে সংস্কার করা হবে। মেট্রোর কাজে বাড়িগুলির একাধিক জায়গাই ফাটল ধরা পড়ে। তৎক্ষণাৎ বাড়ির বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয় অন্যত্র। নিজের বাড়ি ছেড়ে রয়েছেন অনেকেই।

Journalist Name : Sabyasachi Chatterjee

Related News