পুজোর মধ্যেই শুরু হতে পারে শিয়ালদহ দীঘা ট্রেন পরিষেবা, খুশি পর্যটকরা

banner

#Pravati Sangbad Digital Desk:

পুজোর মুখে সুখবর দিল পূর্ব রেলের শিয়াদহ ডিভিশন। এবার দীঘা যাবার ট্রেন মিলবে শিয়ালদহ থেকেই। সাধারণত বাঙালি মাত্রই ভ্রমণ প্রেমিক। একটু ছুটি পেলেই হলো, বেরিয়ে পড়া চাই। আর বাঙালির ভ্রমণ বলতে প্রথমেই আসে দীপুদা, অর্থাৎ দীঘা, পুরী, দার্জিলিং। তবে এতদিন পুরী কিংবা দার্জিলিং যাওয়ার জন্য শিয়ালদহ থেকে ট্রেন মিললেও দীঘা যাবার জন্য যাত্রীদের সেই ঘুর পথে আসতে হতো হাওড়া স্টেশন ট্রেন ধরার জন্য।
কিন্তু এবার থেকে সেই ঝিনঝাটের দিন শেষ। রেল সূত্রে খবর, ট্রেনের চাহিদার কথা জানানো হয়েছে রেল বোর্ডের কাছে। এখন শুধু অপেক্ষা রেল বোর্ডের সবুজ সংকেতের। তাহলেই ১লা অক্টোবর থেকে শিয়ালদহ থেকেই ছুটবে দীঘার ট্রেন। অন্যদিকে শুধুমাত্র হাওড়া দিয়ে হাতে গোনা কিছু ট্রেন চলার কারণে টিকিটের চাহিদা লেগেই থাকে সারা বছর। সব সময় মেলেনা টিকিটও। অন্যদিকে শিয়ালদহ পার্শ্ববর্তী অঞ্চলের মানুষদের ঘুরে আসতে হয় হাওড়া। এবার যাত্রীদের কথা মাথায় রেখেই বড় পদক্ষেপ পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের। তবে ঠিক কত টাকা ভাড়া হবে বা ট্রেনের সময় নিয়ে এখনই কিছু জানা যায়নি রেলের তরফ থেকে।

Journalist Name : Sabyasachi Chatterjee

Related News