ভারতে নিষিদ্ধ VLC মিডিয়া প্লেয়ার

banner

#Pravati Sangbad Digital Desk:

VLC মিডিয়া প্লেয়ার, বিগত বেশ কিছু বছর ধরে ভারতে ভিডিও প্লেয়ারগুলির মধ্যে অত্যন্ত জনপ্রিয় এই VLC মিডিয়া প্লেয়ার। আমাদের ছোটবেলায় কম্পিউটারে যেকোনো ধরণের ভিডিও দেখতে গেলেই ব্যবহার হতো এই মিডিয়া প্লেয়ার। তবে সম্প্রতি শোনা যাচ্ছে, ভারতে নিষিদ্ধ হয়েছে VLC। তবে যাদের কম্পিউটার বা ল্যাপটপে এখনও পর্যন্ত রয়েছে এই মিডিয়া প্লেয়ার তারা ব্যবহার করতে পারবেন এই সফটওয়্যার। কিন্তু নতুন করে ডাউনলোড কিংবা আপডেট করতে পারবেন না সফটওয়্যারটি। জানা গিয়েছে, চিনা হ্যাকিং সংস্থা সিকাডা এই সফটওয়্যার ব্যবহার করেই সাইবার আক্রমণ করে থাকে, সেই কারণেই আপাতত ব্যান করা হয়েছে এই সফটওয়্যার লিঙ্ক। তবে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এখনও কিছু বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়নি। উল্লেখ্য, ভারতের এক সংবাদমাধ্যম তাদের টুইটার হ্যান্ডেলে জানাই, ভারতে ব্যান করা হয়েছে VLC, সেই টুইটে VLC কতৃপক্ষ জানিয়েছে গত ফেব্রুয়ারি মাস থেকেই ভারতে বন্ধ VLC-এর ব্যবহার। ভারতে ভিডিওল্যান প্রজেক্ট নামে এক সংস্থা এই সফটওয়্যার তৈরিতে সাহায্য করেছিল। কম্পিউটার ব্যবহারকারীদের মধ্যে অত্যন্ত পছন্দের এই VLC মিডিয়া প্লেয়ার। কিন্তু ভারতে আর নতুন করে ডাউনলোড করা যাবে না VLC মিডিয়া প্লেয়ার।

Journalist Name : Sabyasachi Chatterjee

Related News