নাকতলার পুজো ছেড়ে এবার জেলে মাতৃ আরাধনা, পুজোর সময় জেলেই কাটাবেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী

banner

#Pravati Sangbad Digital Desk:

এবার পুজো কাটবে জেলের মধ্যেই। রাজ্যে প্রাক্তন মন্ত্রীর পরিণতি এমনটাই। আজ আদালতে পেশ করা হয়েছিল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। সেখানেই সিবিআই এর আইনজীবীরা দাবি করেন, তদন্তে সাহায্য করছেন না পার্থ বাবু। তাকে জেল হেফাজতে পাঠানো হোক। প্রয়োজনে জেলেই সওয়াল জবাব পর্ব সারবেন তারা। প্রথমে বিচারপতি রয়দান স্থগিত রাখলেও, পরে তিনি রায় দেন আগামী ৫ই অক্টোবর পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারপতি। উল্লেখ্য, গত জুলাই মাসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এর হাতে গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। বর্তমানে তিনি প্রেসিডেন্সি জেলের বাসিন্দা। এদিন সিবিআই এর আইনজীবীরা বলেন, তদন্তের অনেক কিছুই এখনও অধরা। সেইভাবে কিছুই বলছেন না প্রাক্তন মন্ত্রী। অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী দাবি করেন, ‘আমার মক্কেলের বয়স হয়েছে। সব তথ্য প্রমাণ তার বিরুদ্ধে গেলেও তাকে বয়সের খাতিরে বাড়িতে রেখে তদন্তের নির্দেশ দেওয়া উচিত‘। সেই সাথে তিনি আরও বলেন, ‘পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে প্রিভেনশন ওফ করাপশন আইন অনুযায়ী মামলা করা হয়েছে। কিন্তু সেই ভাবে পার্থ চট্টোপাধ্যায়ের কাছে কিছুই মেলেনি’। অন্যদিকে অসুস্থতার কারণ দেখিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী বলেন, সঠিক পরিবেশ না হলে চিকিৎসা করা যায় না সঠিক ভাবে। সেই দিক খতিয় দেখে পার্থ চট্টোপাধ্যায়কে জামিন দেওয়া উচিত। 





Journalist Name : Sabyasachi Chatterjee

Related News