"হেনার উপকারিতা"

banner

#Pravati Sangbad Digital Desk:

চুল সবারই খুব প্রিয়। তাই চুলের যত্ন কিভাবে নেব সেটি হয়তো সবার জানা থাকে না। ফল ও তাজা শাক সব্জি চুল সুন্দর থাকে। মানসিক উদ্বেগ, চিন্তা, মনে আঘাত পাওয়া ও শারীরিক অসুস্থতার জন্য চুলের সৌন্দর্য নষ্ট হয়। তাই আপনারা মাসে ১-২ বার হেনা করতে পারেন যাতে চুল ভালো থাকে।
১) খুসকির বৃদ্ধি রোধ ও নির্মুল করে।
২) চুল পড়া বন্ধ করে ও চুলের বৃদ্ধি করে।
৩) রাসায়নিক কুফল নেই।
৪) চুলের কন্ডিশনার রূপে কাজ করে।
৫) মাথা ঠান্ডা রাখে।
৬) করোটি ত্বকের জ্বালা রোধ করে।
৭) চুলকে উজ্জ্বল ও রং মুক্ত করে।
৮) চুলের জৌলুস বাড়ায়।




Journalist Name : Sumu Sarkar

Related News