মেটিয়াবুরুজ কাণ্ডে নয়া মোড়, নাম জোরালো তৃণমূল নেতার

banner

#Pravati Sangbad Digital Desk:

মেটিয়াবুরুজ কাণ্ডে নয়া মোড়। পরিবহন ব্যবসায়ীর বাড়ি থেকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট উদ্ধার করেছিল ১৭.৩২ কোটি টাকা নগদ। এবার সেই কান্ডেই নাম জোরালো তৃণমূলের এক মন্ত্রীর। উল্লেখ্য, গত ১০ সেপ্টেম্বর কলকাতার মেতিয়াবুরুজ এলাকায় তল্লাশি অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তখন আমির খানের বাড়ি থেকে উদ্ধার হয় টাকা। তবে সেই সময় বাড়িতে আমিরকে পায়নি তদন্তকারী আধিকারিকরা। সেই কারণে গ্রেফতার করা যায়নি তাকে। পরে উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে পুলিশ গ্রেফতার করে তাকে। আমিরকে ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। সূত্রের খবর, গেমিং অ্যাপ প্রতারণা কাণ্ডে উঠে এসেছে কলকাতা বন্দর সংলগ্ন এলাকার এক মন্ত্রীর নাম। সেই সাথে আমিরের এক বান্ধবীর নামে ফ্ল্যাট রয়েছে কলকাতার নিউটাউনে। সেখানে তদন্ত করে অসংখ্য সিম কার্ডের সন্ধান পেয়েছে পুলিশ। অন্য দিকে আমিরের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রায় দেড়শর কাছাকাছি মন্ত্রীর নামে টাকা লেনদেনের হদিশ পেয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তবে আমিরের বিরুদ্ধে মুখ খুলতে নারাজ প্রতিবেশীরা। ইডি সূত্রে খবর, আদালতে তারা আবেদন করবেন আমিরকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত করার।




Journalist Name : Sabyasachi Chatterjee

Related News