"নোরু কি এবার ভাসাবে পুজোর সব আয়োজন?"

banner

#Pravati Sangbad Digital Desk:

আয়েলা, বুলবুল, ফোনি এরপর নরু কি এবার ভাসাবে পুজোর সব আয়োজন? চীন সাগরে ফুঁসে ওঠা টাইফুন নরুর কারণে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘুর্নাবর্ত, তার জন্যই তৈরি হতে পারে ঘূর্ণিঝড়। আবহাওয়া দফতরের পূর্বাভাস, সপ্তমী থেকে দক্ষিনবঙ্গে বৃষ্টি হবে জানা গিয়েছে, দুর্যোগ বাড়বে নবমী থেকে, ঘূর্ণাবর্ত-এর কারণে বাংলার পুজোয় ভোগাতে পারে দর্শনার্থীদের। ২৫৫ কিলোমিটার বেগে বয়ে আসছে নরু। বাংলা থেকে প্রায় ৫ হাজারে কিলোমিটার দূরে সাগরের বুকে বাসা বেঁধেছি?ল ঘূর্ণাবর্ত। ফিলিপিন্স সাগরে সেই ঘূর্ণাবর্ত টাইফুন নোরুতে পরিণত হয়ে ধেয়ে আসছে, ইতিমধ্যে ফিলিপিন্স-সহ একাধিক এলাকায় প্রবল বেগে বয়ে গিয়েছে ঝড়। ২৫৫ কিলোমিটার বেগে ঝড় ফিলিপিন্সের স্থলভাগে আঘাত করেছিল। কিন্তু তারপরও শক্তি হারায়নি নোরু। দ্বীপপুঞ্জে ল্যান্ডফলের পরও সাগরে শক্তি বাড়িয়ে তা সুপার টাইফুনে পরিণত হয়েছে। চিন সাগর দিয়ে তা ভিয়েতনাম উপকূলের দিকে ধেয়ে চলেছে। তার ফলেই আশঙ্কা তৈরি হয়েছে চিন সাগর দিয়ে কি বঙ্গোপসাগরে প্রবেশ করবে নোরু। তার জেরে উত্তাল হবে বঙ্গোপসাগর এবং তৈরি হবে নতুন কোনও ঘূর্ণাবর্ত। তা আবার বাংলা বা ভারতের অন্য কোনও উপকূলে হানা দেবে? আশঙ্কা আবহাওয়া বিদদের। প্রায় পাঁচ হাজার কিলোমিটার অতিক্রম করার পর টাইফুন নোরুর ইন্ধন দেওয়ার শক্তি হারাবে বলেই মনে করা হচ্ছে। সেক্ষেত্রে ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের কারণে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। কিন্তু ঘূর্ণিঝড়ের সম্ভাবনা সেক্ষেত্রে থাকছে না। এবার বর্ষায় বৃষ্টির ঘাটতি রয়ে গিয়েছে। তাই মৌসুমী বায়ু বিদায় নেওয়া আগে সুদে-আসলে বর্ষার ঘাটতি মিটিয়ে দিয়ে যেতে পারে। আবহাওয়া বিজ্ঞানীরা জানিয়েছেন, টাইফুন নোরু থেকে ঘূর্ণিঝড় সিতরাং তৈরি হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। কারণ টাইফ নোরুর যেটুকু প্রভাব মায়ানমার সাগরে আসছে, তার ক্ষমতা খুবই ক্ষীণ। সেখান থেকে ঘূর্ণাবর্তকে ঘূর্ণিঝড়ে পরিণত করার শক্তি মিলবে না। বড়জোড় নিম্নচাপ হতে পারে। এবার চিন সাগরের ঝড় বঙ্গোপসাগরকে প্রভাবিত করতে ব্যর্থ হবে।

#Source: online/Digital/Social Media News   # Representative Image

Journalist Name : Sumu Sarkar

Related News