৫০ হাজার বছর পর আবার দেখা মিলবে সবুজ ধুমকেতুর

banner

#Pravati Sangbad Digital Desk:

৫০ হাজার বছর পর  আবারও  একবার পৃথিবীর কাছে আসছে সবুজ ধূমকেতু। সৌরজগতের  অভ্যন্তরে  সম্ভবত যা  ফিরবে না  বলে জানা গিয়েছে। এর নাম সি২/২০২২ ই৩ (C2/2022 E3)। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে ,যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির জুইকি ট্রানসিয়েন্ট ফ্যাসিলিটি গত বছরের মার্চ মাসে বৃহস্পতি গ্রহ অতিক্রম করার সময় এই ধূমকেতুটির দেখা পায়। সংবাদ সূত্র মাধ্যমে জানা গিয়েছে, সি২/২০২২ ই৩ (C2/2022 E3) নামধারী এই ধূমকেতুটি ১২ জানুয়ারি সূর্যের সবচেয়ে কাছে এসেছিল। এরপর ২ ফেব্রুয়ারি পৃথিবীর সবথেকে কাছাকাছি আসবে।জ্যোতির্বিজ্ঞানীদের দাবি, ধূমকেতুটি মহাবিশ্বের উর্ট ক্লাউড নামে একটি এলাকা থেকে এসেছে। উর্ট ক্লাউড মূলত সৌরজগতের চারপাশের এক বিশাল গোলক। যেখানে রহস্যময় বরফের বস্তুর অবস্থান রয়েছে বলে বিজ্ঞানীদের  ধারণা। এর আগে একাধিক বার ধূমকেতু দেখা গিয়েছে। তবে কোনও ধূমকেতুই পৃথিবীকে অতিক্রম করে যায়নি। শেষবার যখন কোনও ধূমকেতু পৃথিবী অতিক্রম করে, তখন ভূপৃষ্ঠে বিচরণ করত আদিম মানুষ ,জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানী বিভার। তাঁর আরও দাবি, পৃথিবীকে অতিক্রম করার পর সি২/২০২২ ই৩ (C/2022 E3) সৌরজগতের বাইরে চলে যাবে। 

সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে ,২৯ জানুয়ারি থেকে, চাঁদের আলো সন্ধ্যায় ক্রমশ বাড়তে থাকবে। ২ থেকে ৬ ফেব্রুয়ারির মধ্যে সারা রাত জ্বল জ্বল করবে চাঁদের আলো। ধূমকেতুটি পৃথিবীর কাছাকাছি আসা পর্যন্ত উজ্জ্বল হতে থাকবে বলে মনে করা হচ্ছে। ৭ ফেব্রুয়ারি সন্ধ্যা থেকে এটি বিবর্ণ হতে শুরু করবে। নাসা জানিয়েছে যে এই ধূমকেতুর বর্তমান উজ্জ্বলতার প্রবণতা বজায় থাকলে,এই ধূমকেতু টেলিস্কোপ এবং দূরবীণ, দুটো দিয়েই দেখা যাবে। পাশাপাশি,  আবার  রাতের আকাশ পরিষ্কার থাকলে খালি চোখেও দেখা যাবে। উল্লেখ্য,আগেই জানা গিয়েছিল, উত্তর গোলার্ধের মানুষ একে জানুয়ারি মাসের শেষে ভোরবেলা দেখতে পারবে, দক্ষিণ গোলার্ধ থেকে দেখা যাবে ফেব্রুয়ারি মাসে রাতের আকাশে । ভারত থেকে যাঁরা দেখবেন তাঁদের উত্তর-পশ্চিম আকাশের দিকে তাকাতে হবে। দিগন্তরেখার সঙ্গে ১৬ ডিগ্রি কোণ করে অবস্থান করবে সবুজ ধূমকেতু। তবে বাড়িঘরের আলো এবং রাস্তার আলোর দাপটে ভারত থেকে খালি চোখে দেখা মুশকিল হবে  বলে জানা গিয়েছে।  প্রসঙ্গত , সংবাদ সূত্র  মাধ্যমে জানা গিয়েছে ,এই ধূমকেতুটি বর্তমানে উত্তর আমেরিকায় একটি চক্রাকার বস্তুর মতো রয়েছে। আজ C/2022 E3 (ZTF) সন্ধে ৭টা থেকে ২৫ ডিগ্রির বেশিতে অবস্থান করে ভোর পর্যন্ত থাকবে ধূমকেতু।
জ্যোতির্বিজ্ঞানীদের দাবি, পৃথিবীতে কোনও বিপদের সম্ভাবনা নেই  এই ধূমকেতুতে । কারণ এটি পৃথিবী থেকে প্রায়  ৪০০  কোটি  ২৫  লক্ষ কিলোমিটার দূরে থাকবে। একবার ধূমকেতুটি পৃথিবীর পাশ দিয়ে চলে গেলে, এটি অভ্যন্তরীণ সৌরজগত থেকে বেরিয়ে যাবে, সম্ভবত আর কখনও ফিরে আসবে না  বলে জানা গিয়েছে।

Journalist Name : Susmita Das

Tags:

Related News