"ঘন কালো চুলের রহস্য"

banner

#Pravati Sangbad Digital Desk:

চুল আমাদের আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অংশ। চুল যত ঘন ও কালো হয় দেখতে ততই সুন্দর লাগে, সেটি ছেলে মেয়ে নির্বিশেষে। কেই বা না ঘন কালো চুল পেতে চায়। আমরা অনেকই ঘরোয়া টোটকা করে থাকি কিন্তু কোনটি সঠিক ও কোনটি ভুল সে সম্পর্কে আমাদের ধারণা থাকে না। সুতরাং সঠিক টোটকা গুলি আসুন জেনেনি।
১) চার চামচ মধু, চার চামচ অলিভ অয়েল শিশিতে নিয়ে ভালো করে ঝাকিয়ে ১২ ঘন্টা রেখে দিতে হবে। ১২ ঘন্টা হয়ে গেলে আবার ঝাকিয়ে নিয়ে চুলের গোড়ায় ম্যাসাজ করতে হবে। ৭-১০ মিনিট রেখে আরও একবার ম্যাসাজ করে ৩০ মিনিট পর শ্যাম্পু করতে হবে।
২) লেবুর রস, জবা ফুলের রস ও নারকেল তেল সমান অনুপাতে নিয়ে একসাথে মিশিয়ে তুলো দিয়ে মাথায় লাগাতে হবে। ৩০ মিনিট রেখে শ্যাম্পু করে নিতে হবে।
৩) একটা পাতিলেবুর রস, এক চামচ মধু, এক কাপ গোলাপ জলে মিশিয়ে মাথায় লাগাতে হবে শ্যাম্পু করার পর।
৪) হাফ কাপ টকদই, দু চামচ ব্যাসন, একটা পাতি লেবুর রস, একটা ডিম একসঙ্গে মিশিয়ে পুরো মাথায় লাগাতে হবে। ২০-২৫ মিনিট রেখে হালকা গরম জলে শ্যাম্পু করতে হবে।
৫) কুমারী পাতার জলীয় অংশ বের করে নিয়ে তারপর পাতার রস বের করব তার মধ্যে এক চামচ মধু মিশিয়ে মাথায় লাগাতে হবে। ২০ মিনিট রেখে জল দিয়ে ধুয়ে নিতে হবে।

#Source: online/Digital/Social Media News   # Representative Image


Journalist Name : Sumu Sarkar

Related News