ষষ্ঠীর বিকেল থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস! আনন্দের মাঝেই অপ্রিয় খবর দিল আবহাওয়া দপ্তর

banner

#Pravati Sangbad Digital Desk:

আজ বোধনের দিনেই কলকাতা ও তার পার্শবর্তী এলাকায় চরম বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। সকালে রোদ ঝলমলে আবহাওয়া থাকলেও দুপুর গড়াতে না গড়াতেই বজ্রপাত সহ বৃষ্টিপাত হতে পারে এমনটাই মনে করা হচ্ছে। 

প্রাথমিকভাবে ই হাওয়া অফিসের এমন খবরে মুষড়ে পরেছে বাঙালিরা। এমনিতেই সপ্তমী - অষ্টমীতে বৃষ্টি হবে বলে অনেক আগে থেকেই পুজো পরিক্রমা শুরু করে দিয়েছেন অনেকেই । এখন মানুষ প্রথমা থেকেও ঠাকুর দেখতে যাওয়ায় বিশ্বাসী। তাই ষষ্ঠীর এই হঠাৎ আসন্ন বৃষ্টির খবর আঘাত দিয়েছে অনেকের মনেই। অনেকেই ঠাট্টা শুরু করেছেন এই বলে যে, ' পুজোয় বোধহয় এবার থেকে বর্ষাতি কিনতে বেরোতে হবে।' 


পুজোর সম্ভাবনা রয়েছে কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা সহ দক্ষিণ বঙ্গের নানা এলাকায়। অন্যদিকে উত্তর বঙ্গের নানা এলাকায় ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। জনগণকে সাবধান করাও হয়েছে যথেচ্ছভাবে। 
অতিমারীর জন্য এমনিতেই দু'টি বছর বাঙালি ভালো ভাবে দুর্গাপুজো পালন করতে পারেনি, তারপর হঠাৎ ই এমন বৃষ্টির খবর পুজোর আনন্দেও যেন জল ঢেলে দিল!
#Source: online/Digital/Social Media News   # Representative Image

Journalist Name : Dipendu Majhi

Related News