একটি নয়-দুটি নয়, ধেয়ে আসছে চার-চারটি গ্রহাণু! সতর্কতা জারি 'নাসা'-র

banner

#Pravati Sangbad Digital Desk:

অসময়ে ধেয়ে আসছে উড়োজাহাজের ন্যায় বিশালাকার গ্রহাণু। বৃহস্পতিবার‌ই তা আছড়ে পড়তে পারে পৃথিবীর বুকে। এমনটাই জানিয়েছে - ন্যাশনাল এরোনটিক্স এন্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (NASA)। সূত্রের খবর, 2020 PT4 নামক এই গ্রহাণুটি-র ব্যাস প্রায় ৩৭ মিটার, গতিবেগ সেকেন্ডে ১০.৮৫ কিলোমিটার। নাসা-র জেট প্রপালশন ল্যাবরেটরি-র মতানুসারে ১৫ই সেপ্টেম্বর ২০২২ তারিখে এটি পৃথিবীর সবচেয়ে কাছে আসতে পারে। যা নিয়ে সতর্কতা জারি করেছে মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র 'নাসা'। যদিও এটি পৃথিবীর অত্যন্ত কাছ দিয়ে বেরিয়ে যেতে পারে বলে জানিয়েছেন নাসা-র জ্যোতির্বিজ্ঞানীরা। তাঁদের মতে পৃথিবী থেকে মাত্র ৭১ লক্ষ ৯০ হাজার কিলোমিটার দূরত্বে পৃথিবীর কাছ দিয়ে ধেয়ে যাবে এই গ্রহাণু। জানা গিয়েছে এটি একটি অ্যাপেলো শ্রেণীর গ্রহাণু যার কক্ষপথের সময়কাল ৭৩৪ দিন বা প্রায় দু'বছর। অর্থাৎ, এই গ্রহাণুটি তার নিজস্ব নক্ষত্রকে একবার প্রদক্ষিণ করতে সময় নেবে প্রায় ৭৩৪ দিন। নাসা সূত্রে খবর, এই প্রথম নয়, এর আগেও দেখা মিলেছিল 2020 PT4 নামক গ্রহাণুটি-র। শেষবার এটি পৃথিবীর কাছাকাছি এসেছিল ২০২০ সালের ৮ই সেপ্টেম্বর। তারপর আর দেখা মেলেনি এই গ্রহাণুটি-র। দু'বছর পর আবার‌ও ধেয়ে আসছে এই প্রবল গতিবেগ সম্পন্ন বিশালাকার গ্রহাণু। যদিও ২০২২-ই শেষ নয়, গ্রহাণুটি ফের পৃথিবীর একেবারে কাছ দিয়ে ধেয়ে যাবে ২০২৪-এর ২৮ সেপ্টেম্বর। বিজ্ঞানীদের মতে কোনো গ্রহাণু যদি পৃথিবীর ৭.৫ মিলিয়ন কিলোমিটারের মধ্যে দিয়ে অগ্রসর হয় অথবা চাঁদের দূরত্বের ১৯.৫ গুণের মধ্যে প্রবেশ করে, তবে তা পৃথিবীর কাছাকাছি বলেই মনে করা হয়। পাশাপাশি ওই দূরত্বে থাকা ১৫০ মিটারের থেকে বড় আকারের গ্রহাণু গুলি পৃথিবীর পক্ষে বিপজ্জনক বলে‌ও মনে করা হয়। কেবল‌ই 2020 PT4 নয়। চলতি মাসে পৃথিবীর বুকে ধেয়ে আসছে আর‌ও ৩ টি বিশালাকার গ্রহাণু। যা নিয়ে উদ্বিগ্ন জ্যোতির্বিজ্ঞানীদের একাংশ। বাইশের সেপ্টেম্বরে‌ই প্রবল গতিবেগ সহকারে ধেয়ে আসছে 2022 QD1 যা একটি উড়োজাহাজ এর আকারের গ্রহাণু। এটি ১৬ই সেপ্টেম্বর পৃথিবীর সবচেয়ে কাছে আসতে পারে বলে জানিয়েছেন নাসা-র গবেষকরা। এছাড়াও পৃথিবীর অভিমুখে ধেয়ে আসছে 2005 RX3, যা একটি বিরাট বিল্ডিং এর আকারের গ্রহাণু। জানা গিয়েছে এটি পৃথিবীর সবচেয়ে কাছাকাছি আসতে চলেছে ১৮ই সেপ্টেম্বর। এখানেই শেষ নয়, ওই একই দিনে পৃথিবীর গা ঘেঁষে বেরিয়ে যেতে পারে উড়োজাহাজ আকারের আর‌ও একটি বিশালাকার গ্রহাণু 2022 QB37। এক‌ই মাসে চার-চারটি গ্রহাণুর আগমনে সিঁদুরে মেঘ দেখছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এদিকে গ্রহাণুর গতিপথ পরিবর্তন করতে মরিয়া হয়ে উঠেছে 'নাসা'। চলতি মাসেই একটি গ্রহাণুর গতিপথে পরিবর্তন আনতে স্যাটেলাইট এর মাধ্যমে করা হবে বিরাট বিস্ফোরণ। জানা গিয়েছে তার সরাসরি সম্প্রচার হবে গনমাধ্যমে। এই কাজে কিছুটা ঝুঁকি থাকলেও তা অত্যন্ত জরুরী বলে মনে করছেন নাসা-র বিজ্ঞানীরা। তবে কতটা সফল হবে এই মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা 'নাসা', সেদিকেই তাকিয়ে সমগ্র বিশ্ব।


Journalist Name : Uddyaloke Bairagi

Related News