পুজোর আগেই এই উপায়ে ঝকঝকে করে তুলুন রুপোর হার, নুপুর!

banner

#Pravati Sangbad Digital Desk:

পুজো আসছে, এই সময়ে তো নিজের পছন্দের গয়নাগুলো একটু পরিষ্কার করতে হবে। তাই না? নাহলে তো আর নিজের সাজই সম্পূর্ণ করতে পারবেন না। কারণ শুধুই নিজের পোশাকের দিকে আপনাকে নজর দিলে হবে না। এর পাশাপাশি আপনার অ্যাকসেসরিজও হতে হবে দেখার মতো। নাহলে হবে কীভাবে? তাই না? বাড়িতেই রয়েছে পছন্দের রুপোর গয়না ও সোনার গয়নাও? পুজোয় এক দুইদিন হলেও তো সামান্য সোনার গয়না পরবেন আপনি, তাই নয় কী? সেগুলো তো দুর্গাপুজোর আগে একবার পরিষ্কার করতে হবে। পাশাপাশি এখন কিন্তু সিলভার জুয়েলারি ভীষণ ভীষণ ট্রেন্ডিং। আপনি চাইলে সহজেই সেই ধরনের গয়না নিজের আউটফিটের সঙ্গে স্টাইল করতে পারেন। আপনাকে দেখতেও খুবই সুন্দর লাগবে। তা নিয়ে আপনি নিশ্চিত থাকতে পারেন। কিন্তু সিলভার জুয়েলারি পরার আগে তা পরিষ্কার করা খুবই দরকার। যাতে সেগুলোর চমক হয় দেখার মতো। আপনি রুপোর গয়নায় সাজতে পারেন। না সব সময়ই যে সোনার গয়না পরতে হবে, এরকম কোনও অর্থ নেই। বরং একটু হাল ফ্যাশনের ট্রেন্ডের দিকে নজর দিন। ফ্যাশন ইনফ্লুয়েন্সাররা কী ধরনের গয়নায় সাজাচ্ছেন নিজেদের? একবার কাছাকাছি ভালো ডিজাইনার গয়নার দোকান থেকে ঘুরে আসুন। সেখানে গিয়ে নতুন কালেকশন একবার দেখুন। সিলভার জুয়েলারি বা সিলভার রেপ্লিকা বাজার কাঁপাচ্ছে এখন। পুজোয় তাই আপনি শাড়ি পরুন বা অন্য কোনও ট্র্যাডিশনাল আউটফিট পরুন, তার সঙ্গে রুপোর গয়না পরে সাজতেই পারেন আপনি। দেখতে ভালো লাগবে আপনাকে। এর পাশাপাশি আপনি যে কোনও ফিউশন লুক ক্রিয়েট করার জন্য়েও রুপোর গয়না পরতে পারেন। বিভিন্ন ডিজাইনার কালেকশনে অসাধারণ কিছু রুপোর গয়না আছে। যা এক কথায় অসাধারণ। যদি আপনি ঠিক করেই থাকেন যে এই পুজোয় আপনি রুপোর গয়না পরে সাজবেন, তাহলে কয়েকটা দিকে আপনাকে খেয়াল রাখতে হবে। মানে আপনি কী ধরনের পোশাক পরছেন বা কীভাবে একটি লুক তৈরি করার কথা ভাবছেন। তার সঙ্গে আপনাকে ঠিক কী ধরনের গয়না মানাতে পারে। কোন কোন রুপোর গয়না এখন বেশ ট্রেন্ডি! যা আপনার লুককে একটি কমপ্লিমেন্ট দেবে। এসব খেয়াল রাখতে হবে আপনাকে। রুপোর গয়না পরলেই হল? তার সঙ্গে তো এই গয়নার যত্নও নিতে হবে আপনাকে। রুপোর গয়না তখনই বেশি ভালো থাকে এবং বছরের পর বছর আপনি তা পরতে পারেন, যদি ঠিক করে এই গয়নার যত্ন নিতে পারেন আপনি। রুপোর গয়না ঠিকঠাক যত্ন নিতে না পারলে তা খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যেতে পারে। তাই সব সময় ভালো করে যত্ন নিন। প্রতিবার পরার পরেই তাকে ভালো করে মুছে আবার তুলে রাখুন। আপনার গয়না রাখার জন্য আলাদা একটি বাক্স করতে পারেন। যেখানে যত্ন করে সাজিয়ে তুলে রাখতে পারেন গয়না। রুপোর গয়না বছরের পর বছর তখনই ঠিক থাকে, যখন তাকে আপনি ঠিকমতো যত্ন করেন। তাহলে বছরের পর বছর ধরে সেই রুপোর গয়না নতুনের মতোই পরতে পারেন আপনি। নাহলে খুব বেশি সময় লাগবে না আপনার গয়না খারাপ হতে। অনেকেই প্রশ্ন করেন যে, অত দাম গিয়ে সেই গয়না কেনার পর তা যদি খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। তখন আপনি কী করবেন? এর উত্তর একটাই।আপনাকে সেই গয়নাগুলো যেমন যত্ন করে রাখতে হবে। একইসঙ্গে গয়নাগুলো পরিষ্কারও করতে হবে। এমনিই রুপোর গয়না দিনের পর দিন থাকলে কালচে হতে থাকে। তাই সঠিকভাবে পরিষ্কার না করলে তা খারাপ হয়ে যাবে। গরম জলে কয়েক ফোঁটা লিকুইড সোপ মিশিয়ে নিন। এবার ওর মধ্য়ে গয়নাগুলি ১০-১৫ মিনিট রেখে দিন। তারপর একটি টুথব্রাশ নিন। সেটি দিয়ে ঘষে ঘষে গয়নাগুলো পরিষ্কার করে নিন। হালকা গরম জলে গয়না ধুয়ে নিন। এবার ওই কাপড়ের টুকরো দিয়ে ধীরে ধীরে গয়নার অতিরিক্ত জল মুছে নিন। শুকনো করে নিন। তাতে আপনার উপকার হবে। গয়নাও পরিষ্কার হয়ে যাবে।


Journalist Name : Sumu Sarkar

Related News