পাকিস্তানের সাথে কোন রকম আলোচনা করা হবে না, বারামুল্লার সভা থেকে সাফ জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী

banner

#Pravati Sangbad digital Desk:

গতকাল কাশ্মীর ইস্যুতে ফের সরগরম দেশীয় রাজনীতি। গতকাল জম্মু কাশ্মীর সফরে দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। এদিন বারামুল্লা জেলার সভা থেকে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পাকিস্তানের সাথে কোন রকম আলোচনা বা সমঝোতায় যাবে না নরেন্দ্র মোদী সরকার। ২০১৪ সালের গেরুয়া শিবিরের পথ চলা শুরু। ঠিক তখন থেকেই একাধিকবার পাকিস্তান ইস্যুকে কেন্দ্র করে বারংবার গর্জে উঠেছে কেন্দ্র সরকার। প্রথম থেকেই সন্ত্রাস দমনের চেষ্টা চালিয়ে  আসছে কেন্দ্র। শুধু তাই নয়, ২০১৯ সালের ৫ই আগস্ট কেন্দ্র সরকার জম্মু কাশ্মীরে বলবত থাকা ৩৭০ ধারাও বাতিল করেছে।


তারপর অবশ্য কিছুটা হলেও শান্তি ফিরেছে কাশ্মীরে। কিন্তু তাতেও কাশ্মীরে সন্ত্রাসমূলক কাজকর্ম কমেনি। বারবার সেনা জাওয়ানদের ওপর হামলা হয়েছে। এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী আরও বলেন, সন্ত্রাস দমনে কেন্দ্র সরকারের পাশাপাশি সাহায্য করবে রাজ্য সরকার। এদিন বারামুল্লার সভা থেকে তিনি আক্রমণ করেন একাধিক রাজনৈতিক দলকেও। অমিত শাহ বলেন, “আমরা কেন পাকিস্তানের সাথে আলোচনায় বসবো। যারা আলোচনার কথা বলছেন, তাদের কথা শোনা হবে না। শুধু মাত্র কাশ্মীরের সাধারণের মানুষের কথা শোনা হবে”। এদিন তিনি কাশ্মীরের যুব সম্প্রদায়ের উদ্দেশ্যে সন্ত্রাসবাদ ছেড়ে জীবনের মূল স্রোতে ফিরে আসার কোথাও বলেন। কেন্দ্রীয় সরকার প্রথম থেকেই পাকিস্তানকে কড়া হাতে দমন করতে মরিয়া। পাকিস্তানের সন্ত্রাসমূলক আচরণের বিরুদ্ধে একাধিকবার পাল্টা আক্রমণও করেছে ভারত।

#Source: online/Digital/Social Media News   # Representative Image

Journalist Name : Sabyasachi Chatterjee

Related News