ক্রমবর্ধমান পেট্রোল - ডিজেলের খরচ থেকে অব্যাহতি পেতে অসাধারণ বিকল্প হতে পারে বৈদ্যুতিক সাইকেল

banner

#Pravati Sangbad digital Desk:

যত দিন যাচ্ছে দৈনন্দিন অনেক কিছু র ই দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে। পেট্রোল - ডিজেল ও তার বাইরে নয়। এক্ষেত্রে যে, শুধু পরিবহনের ই দাম বাড়ছে তা নয় , তার সঙ্গে আনুষঙ্গিক অন্য অনেক কিছুরই দাম হচ্ছে আকাশ ছোঁয়া। এমন পরিস্থিতিতে, সাইকেল সবসময়ই একটা অনবদ্য বিকল্প। আমরা জানি চিনে বেশিরভাগ মানুষ পরিবহনের মাধ্যম হিসেবে ব্যবহার করে সাইকেল। যদিও এক্ষেত্রে কারণ হচ্ছে অতিরিক্ত পরিবেশ দূষণ। 

সে যাই হোক, বৈদ্যুতিক যানবাহন যে এখন আকর্ষণের অন্যতম প্রধান কেন্দ্র সে বিষয়ে কোনো সন্দেহ বর্তমান নেই। যদিও চারচাকার বৈদ্যুতিক গাড়ির দাম এতটাই বেশি যে, তা সাধারণ মানুষের কাছে সহজলভ্য নয়। তাই সেক্ষেত্রে ও সাইকেল ই হয়ে উঠেছে একমাত্র সহজ মাধ্যম। বিখ্যাত সাইকেল নির্মাতা কোম্পানি হিরো ইতিমধ্যেই বৈদ্যুতিক সাইকেল বাজারে নিয়ে এসেছেন। আসুন দেখে নেওয়া যাক , তার কিছু মডেলস :

১) Hero Lectro C1: এই সাইকেলটি হিরো-র কমিউটার রেঞ্জের পার্ট। আরামদায়ক এবং নিরাপদ। এটি একটি 250W BLDC মোটর দ্বারা চালিত, যা এর পিছনের চাকায় মাউন্ট করা হয়েছে। এই ই-সাইকেলটি দু’টি রঙের বাজারে পাওয়া যায়। একবার সম্পূর্ণ চার্জে এটি চলতে পারবে ৩০ কিলোমিটার। দাম : ৩২,৯৯৯ টাকা।

২) Hero Lectro C5x: এটিও বেশ জনপ্রিয় একটি ই-সাইকেলটিও । শুধুমাত্র মজবুতই নয়, এর মধ্যে রয়েছে একটি লিথিয়াম-আয়ন ব্যাটারি। এই ব্যাটারি আলাদা করা যায়। এটি শুধুমাত্র চার্জই দিতে পারবেন না, বরং শেষ হয়ে গেলে পাল্টেও ফেলতে পারবেন। এমনকি খুলেও রাখতে পারবেন। পুরোপুরি চার্জ হ‌ওয়ার সময়সীমা : ৩ থেকে ৪ ঘণ্টা । এর সব থেকে ভালো দিক হল, এটি জল এবং ধুলোর দ্বারা কোনওভাবেই প্রভাবিত হয় না। দাম : ৩৮,৯৯৯ টাকা।

৩) Hero Lectro F1: হিরো লেক্ট্রো সাইকেলের MTB রেঞ্জের সবচেয়ে নতুন সংযোজন হল এই ই- সাইকেলটি। F সিরিজের অন্তর্গত এই সাইকেল। সব রকম রাস্তাতেই এটি চালানো যাবে। একবার চার্জ দিয়ে সর্বোচ্চ ২৫ কিলোমিটার গতিবেগে চলতে সক্ষম। এতে ডিস্ক ব্রেক বর্তমান। এছাড়াও এতে রয়েছে অ্যান্টি-স্কিড অ্যালয় পেডেল। দাম : ৩৮,৯৯৯ টাকা।

৪) Hero Lectro F6i: সবচেয়ে দামি মডেল হল Hero Lectro F6i ---- এই চারটি মডেলের মধ্যে। এতে রয়েছে একটি 11.6 Ah ব্যাটারি। একবার চার্জ দিলে এটি প্রায় ৫৫ কিলোমিটার চলতে পারবে। এছাড়াও এতে একটি LED ডিসপ্লে এবং RFID-র চাবি আটকানোর ফিচার বর্তমান। দাম : ৫৪,৯৯৯ টাকা।  

Journalist Name : Dipendu Majhi

Related News