দেখে নিন ত্বক ও চুলের যত্নে অ্যালোভেরার উপযোগিতা

banner

#Pravati Sangbad Digital Desk:

ত্বক ও চুলের দেখভালের জন্য অ্যালোভেরার ব্যবহার যথেষ্ট গুরুত্বপূর্ণ।বিশেষজ্ঞদের মতে, উজ্জ্বল ও সতেজ ত্বক,অকালে চুল পড়ে যাওয়া,ঘন চুল পাওয়ার ক্ষেত্রে একটি সাদারণ উপাদান হিসেবে ব্যবহার করা যায় অ্যালোভেরা।একঝলকে দেখে নিন সৌন্দর্য বৃদ্ধিতে অ্যালোভেরা কীভাবে কাজে লাগে -

☆ মুখের জেল্লা বৃদ্ধিতে, মসৃণ ও নরম রাখতে অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন।চোখের নীচে ফোলা ভাব থাকলে,তা দূর করতেও অ্যালোভেরা জেল বিশেষ কার্যকর।

☆ অ্যালোভেরা জেলের সঙ্গে লেবুর রসের মিশ্রণে তৈরি প্যাক নিয়মিত পনেরো মিনিট ধরে মুখে ও গলায় লাগিয়ে, এরপর ঠান্ডা জলে ধুয়ে ফেলুন।এতে ত্বকে থাকা রোদের পোড়া দাগ দূর হয়ে যায়।

☆ ত্বকের পাশাপাশি চুলের জন্যও অ্যালোভেরার জুড়ি মেলাভার।খুশকি দূর করতে ও মাথার ত্বকের পিএইচের ব্যালান্স সঠিক রাখতে অ্যালোভেরা জেলের সঙ্গে ক্যাস্টর অয়েল মিশিয়ে সারারাত মাথায় রেখে পরদিন সকালে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

☆ ত্বকের উপর জ্বালাভাব হলে আবার অ্যালোভেরা জেল আইস কিউব ট্রেতে অ্যালোভেরা আইস কিউব দিয়ে ত্বকের উপর ঘষতে পারেন।এর ফলে ত্বক নরম ও ঠান্ডা থাকে। 


#Source: online/Digital/Social Media News   # Representative Image


Journalist Name : Riya Some

Related News