পিছিয়ে গেল ইস্ট ওয়েস্ট মেট্রো

banner

#Pravati Sangbad Digital Desk:

জানুয়ারিতেও শেষ হবেনা ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবা এমনটাই কলকাতা মেট্রো রেলওয়ে কর্পোরেশন লিমিটেড থেকে জানা গেছে।
বর্তমানে সল্টলেক সেক্টর ফাইভ থেকে শুরু করে শিয়ালদহ পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হলেও পশ্চিমের কাজ প্রায় কাটছে না বললেই চলে।২০১৯ সাল থেকে তিন বছর ধরে এর কাজ চলছে তবে কত তাড়াতাড়ি এই অবস্থান অবনতি কাটে এবং চলার পথ সুগম হয় তার দিন গুনছেন সাধারণ মানুষ।
 এসপ্ল্যানেড ও শিয়ালদার মধ্যে সুরঙ্গ অনেকটাই তৈরি হয়ে গিয়েছে তবে বউ বাজারে চল্লিশ মিটার দীর্ঘ জোড়া টিবিএম এর ক্ষুদ্র অংশটি তৈরি হচ্ছে। প্রায় তিন বছর ধরে ভোগান্তিতে খরচও বেড়েছে প্রায় আরো দু হাজার কোটি টাকা। প্রাথমিক পরিকল্পনা তৈরি খরচ প্রায় ৮৫৪২ কোটি টাকা ছিল। তবে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, ওই প্রকল্পের বরাদ্দ কোন ঘাটতি নেই। এ বিষয়ে কেএমআরসিএল কর্তৃপক্ষ জানান কেন্দ্রের কাছে চাহিদা অনুযায়ী বরাদ্দ টাকাও মিলেছে।

Journalist Name : Aparna Dutta

Tags:

Related News