রেলে পুনরায় চালু টিকিটে ছাড়

banner

#Pravati Sangbad Digital Desk:

ভ্রমণ পিপাসু মানুষের প্রথম পছন্দ রেল। সেই কারণে ভারতীয় রেল প্রায়ই কিছু না কিছু উন্নয়নমূলক সিদ্ধান্ত গ্রহণ করে যাত্রীদের সুবিধার কারণে। ঠিক সেই রকমই এক সুবিধা হলো বার্ধক্য জনিত ছাড় এবং খেলোয়াড়দের ছাড়। উল্লেখ্য, আমরা সকলেই জানি রেকে সিনিয়র সিটিজেন এবং খেলোয়াড়দের টিকিটের ওপর বিশেষ ছাড় দেয় ভারতীয় রেল। তবে ২০২০ সালের মার্চ মাসের পরে রেলের তরফ থেকে সেই ভর্তুকি বন্ধ করে দেওয়া হয়েছিল। রেল মন্ত্রক সূত্রে দাবি, “ভারতীয় রেল লাভের মুখ দেখতে পায় না যাত্রীবাহী ট্রেন চালিয়ে। তার ওপর ভর্তুকি দিয়ে আরও ক্ষতি হচ্ছে রেলের”। ঠিক এই কারণেই বন্ধ করে দেওয়া হয়েছিল সিনিয়র সিটিজেনদের টিকিটের ছাড়।
যদিও এই নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে একের পর এক তোপ দেগেছেন বিরোধীরা, কিন্তু তাতেও কিছু লাভ হয়নি। তবে সূত্রের খবর, আবার পুরনো নিয়মে মিলবে ছাড়। যদিও কবে থেকে পুনরায় এই নিয়ম কার্যকর হবে তা এখনও পর্যন্ত জানা যায়নি।
অন্যদিকে শুধুমাত্র জেনারেল ক্লাস এবং স্লিপার ক্লাসে যাত্রা করলেই মিলবে ছাড়। যদিও করোনা পরিস্থিতির আগে রেলের সমস্ত ক্লাসেই মিলত এই ছাড়। আগে মহিলাদের ক্ষেত্রে ৫৯ বছর এবং পুরুষদের ক্ষেত্রে ৬০ বছর অতিক্রম করলেই মিলত ছাড়, তবে নতুন নিয়মে ৭০ ঊর্ধদের যাত্রার ক্ষেত্রে মিলবে ছাড়।

Journalist Name : Sabyasachi Chatterjee

Tags:

Related News