তৈরি হচ্ছে ভারতের সবচেয়ে বড় আইফোন কারখানা, ৬০ হাজার কর্মসংস্থানের সুযোগ

banner

#Pravati Sangbad Digital Desk:

শীঘ্রই ভারতের সর্ববৃহত্‍ অ্যাপল-এর কারখানা (উত্‍পাদন ইউনিট) চালু হতে চলেছে তামিলনাড়ুর হোসুরে। বেঙ্গালুরের অদূরে এই কারখানা নিয়ে বড় ঘোষণা করেছেন তথ্য ও প্রযুক্তি এবং টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নিজে। জনজাতীয় গৌরব দিবস অনুষ্ঠানে বক্তৃতা করার সময়, অশ্বিনী বৈষ্ণব বলেন যে রাঁচি এবং হাজারিবাগের কাছে বসবাসকারী ছয় হাজার আদিবাসী মহিলাকে আইফোন তৈরির প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এমনিতেই করোনার প্রকোপে চিনে বন্ধ হয়েছে আইফোন উত্‍পাদন। ফলত অ্যাপেল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছিল ভারতবর্ষে অ্যাপেল আইফোন তৈরির কারখানা প্রতিষ্ঠা করবে। এই বিষয়ে তাঁদের সহযোগিতা করতে প্রস্তুত টাটা গোষ্ঠী। এরই সঙ্গে যুক্ত হয়েছে মেক ইন ইন্ডিয়ার স্বপ্নকে সার্থক করার সুযোগ। সব মিলিয়ে বেঙ্গালুরুর কাছে হোসুরে স্থাপন করা হবে ভারতের বৃহত্তম অ্যাপেল আইফোন উত্‍পাদন ইউনিট। কেন্দ্রীয় টেলিকম মন্ত্রীর তরফে মঙ্গলবার এমনই ঘোষণা করা হয়। মঙ্গলবার জনজাতি গৌরব দিবসের অনুষ্ঠানে ড.অশ্বিনী বৈষ্ণব জানান, ভারতের সবচেয়ে বড় আইফোন প্ল্যান্ট বেঙ্গালুরুর কাছে হোসুরে স্থাপন করা হয়। পাশাপাশি তিনি এও জানান, এই কারখানায় কর্মসংস্থান হবে ৬০,০০০ মানুষের। টেলিকম মন্ত্রী আরও জানান, এই ৬০,০০০ কর্মচারির মধ্যে প্রথম ৬,০০০ জনের কর্মসংস্থান হবে রাঁচি এবং হাজারিবাগের কাছাকাছি এলাকায় বসবাসকারী আদিবাসী মহিলাদের। উদ্দেশ্য একটাই উপজাতি মহিলাদের অ্যাপেল আইফোন তৈরির প্রশিক্ষণ দেওয়া। আগামী ১৮ থেকে ২৪ মাসের মধ্যেই হোসুরের এই উত্‍পাদন ইউনিটে আরও প্রায় ৫০ হাজার কর্মীকে নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, হোসুরে বর্তমানে টাটারা যে প্ল্যান্টে আইফোন তৈরি করছে, সেখানে ১০ হাজার কর্মী রয়েছেন। সেই কারখানার সম্প্রসারণ করা হচ্ছে। প্রসঙ্গত এখনও বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক আইফোন তৈরি হয় চিনে। তবে বিগত দিনে আইফোন উত্‍পাদনকার ফক্সকনের কারখানার কাজ ব্যাহত হয়েছে কোভিডের জেরে। এই আবহে ভারত চিনের সেই বাজারে দখল বসাতে চাইছে। এই পরিস্থিতিতে হোসুরের এই উত্‍পাদন ইউনিট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে। এই কারখানার ফলে ভারতে আইফোন উত্‍পাদন কয়েক গুণ বাড়ানো সম্ভব হবে। অ্যাপেল আইফোনগুলি ভারতে তাইওয়ানের কন্ট্রাক্টর সংস্থা ফক্সকন, উইস্ট্রনের সাহায্য নিয়েই তৈরি করা হয়। রয়টার্সের তরফে জানানো হয়েছে, ভারতে অ্যাপেল ফোন সরবরাহকারী ফক্সকন আগামী দু বছরের মধ্যে ভারতে নিজেদের কাজ চার গুণ বাড়িয়ে দিতে চাইছে। পাশাপাশি রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, ফক্সকন আগামী দু-বছরে আরও ৫৩০০০ কর্মী নিযুক্ত করে দক্ষিণ ভারতে তার প্ল্যান্টে কর্মীদের সংখ্যা ৭০,০০০ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা করেছে।
#Source: online/Digital/Social Media News   # Representative Image

Journalist Name : Sampriti Gole

Related News