পিজি হাসপাতালে আগুন, আতঙ্কে রুগীরা

banner

#Pravati Sangbad Digital Desk:

হাসপাতালে হু হু করে জ্বলছে আগুন। চার দিক ভরে যাচ্ছে কালো ধোঁয়ায়। আর চারিদিকে কিছু পুড়ে  যাওয়ার মত বিশ্রী গন্ধ ।রোগীরা নিজেদের প্রাণের ভয়ে ছোটাছুটি করছে এদিক থেকে ওদিক। এমন দৃশ্য কল্পনা করলেই মনে ভেসে ওঠে এক যুগ আগে কলকাতার আমরি হাসপাতালের সেই ভয়াবহ ঘটনা। মধ্যরাতে আগুন লেগে ছারখার হয়ে গেছিল সব। রোগীরা বেরিয়ে আসতে চাইছিল সেই আগুন থেকে। কিন্তু পারেনি। আগুনের লেলিহান শিখা দগ্ধ করে দিয়েছিল ৯৩ টি প্রাণ কে । নিমেষের মধ্যে সবকিছু ছারখার হয়ে যায়। আগে কলকাতার আমরি সুপার স্পেশালিটি হসপিটালে আ্যনেক্স বিল্ডিং এ বেসমেন্টে আগুন লেগে এমন এক ঘটনা সাক্ষী থেকে ছিল পুরো সকলে।  আবার সেই ভয়াবহ স্মৃতি মনে করিয়ে দিল গতকাল কলকাতার এসএসকেএম হাসপাতালের অগ্নিকাণ্ড। বৃহস্পতিবার রাত দশটা নাগাদ রাজ্যের সরকারি স্তরের শীর্ষ হাসপাতাল এসএসকেএমএ আগুন লাগে। প্রথমে ওয়ার্ডগুলিতে ভেসে আসে কোন কিছু পোড়ার কটূ গন্ধ। তারপরে চারদিক ভরে যায় কালো ধোঁয়ায়। এবারে আগুন লাগে ইমারজেন্সি দোতলায়। তবে সৌভাগ্যবশত তখন সিটি স্ক্যানের ঘরে কেউ ছিলেন না। ফলে কেউ নিহত হননি। তবে রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দশটি দমকল বাহিনী এসে কয়েক ঘণ্টার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আশক্ত রোগীরা আতঙ্কিত হয়ে পড়ে এবং তাদের মধ্যে কিছু জনকে নিউ ক্যাজুয়ালিটি ওয়ার্ড থেকে ম্যাকেনজি বা নিউরো সার্জারি ওয়ার্ডে সরানো হয়। পুরুষদের মধ্যে ১৫ জন এবং ১২ জন মহিলাকে নিচের ইমারজেন্সি অবজারভেশন ওয়ার্ড এর সরানোর দরকার পড়েনি। তবে অবসার্বেশন ওয়ার্ডে গিয়ে দেখা গেল জল থৈ থৈ করছে চারিদিকে। পোড়া গন্ধ। আর তার মধ্যেই নার্সরা রোগীদের চিকিৎসা করছে। ইমারজেন্সি ওয়ার্ডের বাইরে থাকা রোগীর আত্মীয় পরিজন রাতে উপস্থিত ছিলেন যারা এ ঘটনায় তারা অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়েন। কিছু কিছু রোগীকে তাদের প্রিয়জনরাই কোন ভাবে উদ্ধার করেন। ইমারজেন্সিতে প্রথম তলায় রয়েছে অবজারভেশন বিভাগ, জরুরী বিভাগ এবং দ্বিতীয় তলায় রয়েছে বিভিন্ন যন্ত্রপাতি এবং তৃতীয় ও‌ চতুর্থ তলায় রয়েছে ল্যাবরেটরি। দমকল বাহিনীর লোকেরা মনে করছেন, শর্ট সার্কিট হয়ে এমন পরিস্থিতি  সৃষ্টি হয়েছে। তবে ফরেনসিক বিভাগের রিপোর্ট শেষ কথা বলবে। দমকল বাহিনী সিঁড়ি দিয়ে ছাদে উঠে আসে এবং আগুনের উৎস খুঁজে বের করে প্রতিটি আগুনের ফুলকি নেভায় ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় নড়েচড়ে বসেছে রাজ্যের শীর্ষ প্রশাসন। রাতের মধ্যেই সেখানে উপস্থিত হন রাজ্যের মুখ্য সচিব ,হরি কৃষ্ণ দ্বিবেদী এবং রোগী কল্যাণ সমিতি এর সভাপতি তথা বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস এবং তিনি বলেন,"পরিস্থিতি এখন আয়ত্তে"।
#Source: online/Digital/Social Media News   # Representative Image

Journalist Name : Srimita Sasmal

Related News