ভয়াবহ ট্রেন দুর্ঘটনা

banner

# Pravati Sangbad Digital Desk:

উড়িষ্যার একটি ট্রেন দুর্ঘটনাকে কেন্দ্র করে ঘটনাস্থলে চাঞ্চল্য ছড়িয়েছে। সূত্রের খবর, এটি ছিল একটি পণ্য বহনকারী অর্থাৎ মালগাড়ি। যদিও দুর্ঘটনা ঘটার কারণ এখনো পর্যন্ত জানা যায়নি। তবে খোঁজ চালাচ্ছে পুলিশ। রেলের তরফ থেকে জানা গেছে দুর্ঘটনায় মৃত ৪ জন।  মালগাড়িটির প্রত্যেকটি বগি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং রেল তরফে খবর শুধুমাত্র মালগাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে তা নয় মালগাড়িটির দুর্ঘটনার কারণে স্টেশন বিল্ডিংটিও ভেঙ্গে পড়েছে। সূত্রের খবর প্রত্যেকটি বগি প্লাটফর্ম এর উপরে উঠে গেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রশ্ন উঠেছে দুর্ঘটনা ঘটার আসল কারণ কি রেলের গতিবেগ? নাকি লাইনেই কোন ফাঁক ছিল যা আদতে নজরে পড়েনি? তবে দুর্ঘটনার জেরে পশ্চিমবঙ্গের সঙ্গে ওড়িশা এবং দক্ষিণ ভারতের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ওড়িশার দিকে অর্থাৎ পুরী এবং দক্ষিণ ভারত সহ একাধিক ট্রেন এখনো পর্যন্ত বাতিল করা হয়েছে। ঘটনাটি ঘটার কিছুক্ষণের মধ্যেই রেল কর্তৃপক্ষ সহ রেলের আধিকারিকরাও সেখানে উপস্থিত হয়েছেন এবং রেল মন্ত্রী মৃত দের জন্য গভীর শোক প্রকাশ করে ঘোষণা করেছেন মৃতদের পরিবারকে নগদ ৫ লক্ষ টাকা করে দেওয়া হবে। কিন্তু এতে কি তাদের প্রিয়জনদের প্রাণ ফিরে আসবে? 

Journalist Name : Joly Pramanick

Tags:

Related News