মালদ্বীপের ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ভারতীয়

banner

# Pravati Sangbad Digital Desk :

সম্প্রতি মলদ্বীপ নিয়ে উদ্বিগ্ন বিদেশ মন্ত্রক থেকে শুরু করে আরও অনেকেই। মালদ্বীপের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বহু ভারতীয় প্রাণ হারিয়েছেন। তবে এখনো কতজন ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে, তা জানা যায়নি। ১১ই নভেম্বর অর্থাৎ আজ সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি জানান, এই ঘটনায় মৃত্যু হাওয়া ভারতীয়দের দেশ শনাক্ত করা গিয়েছে। অরিন্দম বাগচি আরও বলেন, "কতজন ভারতীয়ের মৃত্যু হয়েছে, তা নিশ্চিত করে বলতে পারব না। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ভবনে আগুন লেগে এই দুর্ঘটনা ঘটেছে। যথাযথ তদন্তের নির্দেশ দিয়েছে মলদ্বীপ সরকার"। অরিন্দম বাগচি জানান, " মলদ্বীপ সরকারের তথ্য অনুযায়ী, ১১ জনের মৃত্যু হয়েছে অগ্নিকাণ্ডে। মৃতদের সনাক্ত করার কাজ চলছে। ক্ষতিগ্রস্ত ভারতীয়দের সবরকম সাহায্য করছে ভারতের হাইকমিশন'।  মলদ্বীপে ভারতের হাই কমিশনের তরফ থেকে নিহত ও আহত ভারতীয়দের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে। এছাড়াও দুটি হেল্প লাইন চালু করেছে ভারতীয় হাই কমিশন। মলদ্বীপের ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনায় বিদেশমন্ত্রী এস জয় শংকর শোক প্রকাশ করেছেন। তিনি টুইট করে জানিয়েছেন, "মলদ্বীপের বিদেশমন্ত্রী আবদুল্লাহ সহিদ ফোন করেছিলেন।  শোক বার্তা জানানোর পাশাপাশি সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছি। অগ্নিকান্ডের ঘটনা নিয়ে মল্লিক সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে ভারতীয় হাই কমিশন"। মালদ্বীপের রাজধানী মালের একটি হোটেলে বিধ্বংসী আগুন লাগে, সেই ভয়ানক আগুনে পুড়ে মৃত্যু হয় অন্তত ১০ জনের, যার মধ্যে ৯ জন ভারতীয় বলে চিহ্নিত করা হয়। দমকল সূত্রের খবর, ১০ই নভেম্বর অর্থাৎ বৃহস্পতিবার বিদেশি শ্রমিকদের থাকার জায়গায় আগুন লাগে। দমকলের এক আধিকারিক জানিয়েছেন, দু-তলা আবাসনের দ্বিতীয় তলটি আগুনে পুড়ে ছাড়খাড় হয়ে যায়। সেখান থেকেই ১০টি মৃতদেহ উদ্ধার করা হয়। ওই আবাসনের নীচে গাড়ি সারাইয়ের গ্যারেজে প্রথম আগুন লাগে। এরপর সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়ে গোটা আবাসনে। আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছোয় দমকল কর্মীরা, আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় চার ঘণ্টা সময় লাগে। ওই আবাসনেরই এক নিরাপত্তারক্ষী জানান, মৃতদের মধ্যে ৯ জন ভারতীয় ও একজন বাংলাদেশি। আহতদের সংখ্যা অনেক। মলদ্বীপে ভারতের হাই-কমিশন এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় শোক প্রকাশ করেছে। তাদের তরফে জানানো হয়, '' মালে-র ভয়াবহ এই অগ্নিকাণ্ডে মৃত্যুর ঘটনায় আমরা শোকস্তব্ধ। ৯ ভারতীয়র মৃত্যু হয়েছে। আমরা মলদ্বীপ প্রশাসনের সঙ্গে সবরকমভাবে যোগাযোগের মধ্যে রয়েছি"।


#Source: online/Digital/Social Media News   # Representative Image


Journalist Name : Papri Chakraborty

Tags:

Related News