প্রাকৃতিক উপায়ে চুল রং করুন বাড়িতেই

banner

#Pravati Sangbad Digital desk:

বর্তমান সময়ের অন্যতম একটি ফ্যাশন হচ্ছে চুলে কালার করা বা রঙ করা। অনেকেই বিভিন্ন পণ্য ব্যবহার করে চুলে রঙ করে থাকেন। এ ধরনের চুল রঙ করার বিভিন্ন ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয়ে থাকে। আর এগুলো অনেক সময় চুল ও মাথার ত্বকে অনেক ক্ষতিকারক প্রভাবও ফেলে থাকে। এ জন্য চুল প্রাকৃতিক উপায়ে রং করাই বুদ্ধিমানের কাজ । তো এখন প্রশ্ন হল কীভাবে প্রাকৃতিক উপায় রঙ করা যায়?

তাহলে জেনে নিন উপায়গুলো ঃ

• কাঁচা মেহেন্দির পাতা পাওয়া যায়, সেটা কুচিয়ে চা বা কফির সঙ্গে ভালো করে ফুটিয়ে নিন অন্তত মিনিট কুড়ি। তার পর ছেঁকে, ঠান্ডা করে রাখুন। শ্যাম্পু করার পর এই মিশ্রণটি চুলে ঢেলে নিন। এর পর আর চুল ধোবেন না। এতে হালকা একটা রং হবে। এর চেয়ে গাঢ় বাদামি পছন্দ? তা হলে হেনার পাতা কুচির মধ্যে ধীরে ধীরে অল্প অল্প করে চা বা কফির লিকার মেশান। গাঢ় পেস্টের মতো তৈরি করুন। তার পর এই মিশ্রণ মাথায় মেখে দু’ ঘণ্টা অপেক্ষা করুন। তার পর খুব হালকা শ্যাম্পু ব্যবহার করে ধুয়ে নিন।

• নারকেল তেল আর বিটের রস মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করুন। চুলে মেখে অপেক্ষা করুন ঘণ্টা দুয়েক। তার পর খুব হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে কন্ডিশনার লাগিয়ে নিন

• ১ কাপ জলে ১ চা চামচ দারচিনি পাউডার ও ১ চা চামচ লবঙ্গ মিশিয়ে ১ ঘন্টা ফুটিয়ে নিন। এরপর মিশ্রণটি ঠান্ডা করুন। এবার প্রথমে চুল শ্যাম্পু করেনি। এরপর মিশ্রণটি চুলে লাগান। ২০ মিনিট রেখে জলে ধুয়ে নিন। গাঢ় বাদামি রঙ আসবে।



 ১ টেবিল চামচ আখরোট গুঁড়ো ৪ কাপ জলে মিশিয়ে গরম করুন। ফুটতে শুরু করলে নামিয়ে নিন। এবার সারা রাত মিশ্রণটি এভাবে রেখে নিন। সকাল উঠে শ্যাম্পু করে নিন। এবার এই জল দিয়ে চুল ধুয়ে নিন। ১৫ মিনিট রাখুন। ফের পরিষ্কার জল দিয়ে চুল ধুয়ে নিন। চুল গাঢ় বা কালচে লাল রঙ আসবে।

• লেবুর রসের সঙ্গে সামান্য জল মিশিয়ে চুলে লাগান। শাওয়ার ক্যাপ পরে রোদে থাকুন ১ ঘণ্টা। ধুয়ে ফেলুন জল  দিয়ে। এটি চুলে সোনালি রঙের আভা নিয়ে আসবে

• চায়ের সঙ্গে কফি মিশিয়ে লাগালেও ফল পাওয়া যায়। সাধারণত কফি ব্যবহার করলে গাঢ় বাদামী রঙের চুল পাওয়া যায়। অনেকেই চুলে রং করতে হেনার সঙ্গে কফি ব্যবহার করেন। কিন্তু কফির সঙ্গে চা মিশিয়ে লাগালে সেই রং অনেকদিন টেকে। এরজন্য তিনটি টি-ব্যাগ তিন কাপ জলে ফোটাতে হবে। তাতে তিন চামচ কফি মেশাতে হবে। গোটা মিশ্রণটিতে এক চামচ চিনি দিয়ে ৫ মিনিট ফোটাতে হবে। এরপর সেই মিশ্রণটি ঠান্ডা করে চুলে দিন। একঘণ্টা রেখে ধুয়ে ফেলুন।

• ৫ চামচ দানা চা, ৫ টা তুলসি পাতা একসঙ্গে ফুটিয়ে নিন। এবার তা ছেঁকে ঠান্ডা করে এক চামচ লেবুর রসের সঙ্গে মেশান। শ্যাম্পু আর কন্ডিশনার দিয়ে চুল ধোওয়ার পর এই মিশ্রণটি দিয়ে চুল ধুয়ে দিন। এক মগ চা চুলে ঢালুন। এতে খুশকির সমস্যা মিটবে আর রংও ধরবে।

• তিন টি-ব্যাগ চায়ের সঙ্গে দু’টি রোজমেরি পাতা মিশিয়ে ফুটিয়ে নিন। সেটি এরপর চুলে লাগিয়ে ১-২ ঘণ্টা রেখে দিন। গাঢ় রং পেতে হলে আরও কিছুক্ষণ রাখতে পারেন। এরপর জল দিয়ে চুল ধুয়ে ফেলুন।

#Source: online/Digital/Social Media News   # Representative Image

Journalist Name : Susmita Das

Related News