রাত ১১টার পর খোলা রাখা যাবে না দোকান, নির্দেশ নিউটাউন থানার

banner

#Pravati Sangbad Digital Desk:

রাত বাড়লেই শহরের বুকে ধরা পড়ছে অসামাজিক কাজকর্মের ছবি। এবার আইনশৃঙ্খলা সুষ্ঠুভাবে পরিচালনা করতে নতুন নিয়ম চালু করল নিউটাউন থানা। দুষ্কৃতিদের দৌরাত্ম কমাতে এবার থেকে রাত ১১ টার মধ্যে বন্ধ করতে হবে সব দোকানপাট। সেই মতোই মাইকিং করে নিউটাউন থানা সংলগ্ন ডিএলএফ ওয়ানের ব্যবসায়ীদের সতর্ক করল পুলিশ। আজ থেকে রাত এগারোটার পর ডিএলএফ ওয়ানের সামনে কোনও দোকান খোলা রাখা যাবে না। সেই কারণে নিউটন থানার পক্ষ থেকে শনিবার মাইকিং করা হয়। এমনকী গ্যাস বাদে অন্য কোনও কিছু দিয়ে রান্না করা যাবে না। কোনও লাউডস্পিকার বাজানো যাবে না। এছাড়াও আধ ঘণ্টার বেশি কেউ দাঁড়াতে পারবে না সেখানে। যদি এই নির্দেশ অমান্য করা হয়, তাহলে আইন মাফিক ব্যবস্থা নেওয়া হবে। এমনটাই বলা হয়েছে নিউটন থানার পক্ষ থেকে। বেশ কয়েকদিন ধরে অভিযোগ আসছিল নিউটন থানায়। গভীর রাত পর্যন্ত দোকান খোলা থাকায় সেখানে হইহুল্লোর এবং গান-বাজনা হয়। এতে বাসিন্দাদের অসুবিধায়ও পড়তে হয়। এদিন সেই অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত বলে পুলিস সূত্রে খবর। তবে রাতের অন্ধকারে দুষ্কৃতি দৌরাত্ম্য আটকাতে নিউটাউন থানার পুলিসের নতুন উদ্যোগ। রাত এগারোটার পর হকাররা খুলে রাখতে পারবেন না দোকান। যদি এই নির্দেশ অমান্য করা হয়, তাহলে আইন মাফিক ব্যবস্থা নেওয়া হবে। এমনটাই বলা হয়েছে নিউটাউন থানার পক্ষ থেকে।নিয়ম অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পুলিশ। তবে নিউটাউন চত্বরে বেশ কয়েকটি এম এনসি বা বিপিও আছে যেখানে ২৪ ঘণ্টা কাজ হয়। রাতের বেলায় দোকানগুলি খোলা থাকে তারা স্বল্পমূল্যে খাবার সংগ্রহ করতে পারত। তবে আর সেই সুবিধা পাওয়া যাবে না। রবিবার অর্থাত্‍ আজ থেকেই কার্যকর হবে এই নিয়ম। পুলিশ সূত্রে খবর, রাতের অন্ধকারে দুষ্কৃতী দৌরাত্ম্য আটকাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

#Source: online/Digital/Social Media News   # Representative Image

Journalist Name : Sampriti Gole

Related News