রোদের দাবদাহ থেকে কবে মুক্তি পাবে বাংলা ??

banner

#Pravati Sangbad Digital Desk:

ফেব্রুয়ারি মাস তার বিদায় এর সাথে সাথে শীত কালের ও বিদায় ঘোষণা করে গিয়েছে । ঠান্ডার ছিটেফোঁটা ও নেই কোথাও । এরপর মার্চ মাসের আগমনের কথা ভেবেই আতঙ্কিত হয়ে উঠেছিলেন বঙ্গবাসী ।কারণ মার্চ মাস মানেই তো গরমের শুরু ।আর গরম শুধু একা আসে না ,সাথে লু,তাপপ্রবাহ ,সান স্ট্রোক ও সাথে নানান রোগ ও নিয়ে আসে । তাই গরমের আগমনে কেউ ই খুব একটা খুশি হয় না । তার ওপর আবার তাপের পারদ চড়তে চড়তে কখনো বা চল্লিশ এর ঘরেও পৌঁছে যায়।

তবে বাকি পাঁচ টা বছরের মার্চ মাসের থেকে এই বছরের মার্চ মাস ছিল অনেক বেশি স্বস্তিদায়ক ।মানুষ জনের ভোগান্তি ও হয়েছে কম ।কারণ পুরো মার্চ মাস জুড়েই নেমেছে কখনো ঝিরি ঝিরি বৃষ্টি বা কখনো অঝোর বারিধারা।তাই সেইভাবে গরমের টের পেতে হয়নি বঙ্গবাসী কে ।একদিন ও তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়ায়নি মার্চ মাসে ।বরং মার্চ মাসের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস ,যা স্বাভাবিক তাপমাত্রার থেকেও কম ।সুন্দর মিষ্টি আবহাওয়া ই উপভোগ করেছেন সবাই ।

তবে মার্চ মাস শেষ হওয়ার পরেই উপস্থিত হয়েছে এপ্রিল ।আর এপ্রিল এর শুরুর থেকেই মানুষ হাড় এ হাড় এ গরমের টের পাচ্ছে ।রাজ্যের শেষ বৃষ্টি হয়েছিল পয়লা এপ্রিল। এরপর থেকে টানা দশ দিন বৃষ্টির ছিটেফোটাও নেই কোথাও ।প্রবল গরমে ধুঁকছে আট থেকে আশি সবাই ।তাপমাত্রাও রয়েছে স্বাভাবিক এর থেকে কিছুটা বেশি ই।প্রতিদিন তাপমাত্রা ১/২ ডিগ্রি করে বেড়েই চলেছে ।


গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস।আগামী কয়েকদিনের মধ্যে তাপমাত্রা আরো বাড়ার সম্ভাবনা রয়েছে ।এমন কি তাপমাত্রা চল্লিশ এও পৌঁছাতে পারে বলে আবহাওয়া দফতর এর খবর ।

আর পাঁচ টা বছরের এপ্রিল মাসের থেকে এই বছরের এপ্রিল অনেকটা বেশিই উষ্ণ ।অন্যান্য বছর এপ্রিল মাসে গরম থাকলেও একটানা এতদিন গরম থাকে না ।তবে এই বছরে এখনো কোনো সুখবর ই শোনাতে পারছে না আলিপুর আবহাওয়া দফতর।আলিপুর আবহাওয়া দফতর এর পূর্বাঞ্চলীয় প্রধান সঞ্জীব বন্দ্যোপাধ্যায় সোমবার জানান ," আগামী ১৫ এপ্রিল পর্যন্ত রাজ্যের তাপমাত্রা এমন ই থাকবে কিংবা আরো বাড়তে পারে ।এর মধ্যে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই ।" 

অর্থাৎ বাংলার নববর্ষের আগমনে ও থাকবে না কালবৈশাখীর দাপট ।শুষ্ক ,উষ্ণ গরমের মধ্যেই নতুন বছর কে স্বাগত জানাতে হবে ।তবে এখন ই তাপপ্রবাহ শুরু হওয়ার আশঙ্কা দেখছেন না আবহবিদ রা।

বিশেষজ্ঞ রা পরামর্শ দিচ্ছেন বেলা ১১ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিশেষ প্রয়োজন না হলে বাড়ির বাইরে না বেরোনো ই ভালো ।শিশু ,অসুস্থ ব্যক্তি কিংবা বয়স্ক দের রোদে বেরোতে না দেওয়াই ভালো ।শরীরের যত্ন নিতে হবে ।রোদে বেরোলে ছাতা,সানস্ক্রিন , রোদ চশমা প্রভৃতি ব্যাবহার করতে হবে।প্রচুর পরিমাণে জল ,ফল ও শাকসবজি খেতে হবে ।।

Journalist Name : Srimita Sasmal

Related News