প্রথম 3D তারামন্ডল চালু হতে চলেছে কলকাতায়

banner

#Pravati Sangbad Digital Desk :

তারামন্ডল মানেই হলো, একটি থিয়েটার যেখানে মূলত নক্ষত্র বিজ্ঞান বা মহাকাশ বিজ্ঞান বা বিভিন্ন মহাজাগতিক বিষয় নিয়ে শিক্ষামূলক বা বিনোদন মূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এটি শিশু, কিশোর,প্রাপ্ত বয়স্ক ,বয়স্ক সবাইকে আকর্ষণ করার মতোই একটি অনুষ্ঠান। বাংলায় এতদিন তারা মন্ডল বলতে মানুষজন বিড়লা প্ল্যানেটরিয়াম এর ই নাম জানতো। এটি একটি 2D তারামন্ডল। এছাড়াও সায়েন্স সিটি তে ও 2D শো এর ব্যাবস্থা ছিল। তবে, এবার রাজ্যের প্রথম 3D তারামন্ডল এর উদ্বোধনী হতে চলেছে শীঘ্রই।এই সুখবর শুনে মন আরো দ্বিগুণ ভালো হয়ে যায়,যখন জানা যায় বাংলার প্রথম 3D তারা মন্ডল তৈরি হচ্ছে এই মহানগরী তেই।প্রায় ১৪ কোটি টাকা খরচ করে এই তারা মন্ডল তৈরি করছে হাওড়া পৌরসভা। কবে থেকে শুরু হবে এই তারা মন্ডল এর শো? জানা যাচ্ছে,আগামী ২রা ডিসেম্বর থেকেই সাধারণ জনগণের জন্য শুরু হবে এই তারামণ্ডলের শো। চলতি বছরেই পুজোর সময় রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ববি হাকিম এই তারা মণ্ডলের উদ্বোধন করেন । তবে তখন কিছু ত্রুটির কারণে শো শুরু করা যায়নি।এখন সেই সমস্ত ত্রুটি কাটিয়ে আগামী ২রা ডিসেম্বর থেকে শুরু হবে শো। এখানে বাংলা, হিন্দি ও ইংরেজি ভাষায় শো এর ব্যাবস্থা করা হয়েছে। সারাদিন এ মোট ১০টি শো এর আয়োজন করা হবে। তবে আপাতত দিনে তিনটি করে শো চলবে। বিকেল ৩ টায়, বিকেল ৪ টায় ও বিকেল ৫ টায়। শো এর সমস্ত অ্যানিমেশন এর কাজ ও প্রযুক্তিগত কাজ গুলি করবে দেশী ও বিদেশী সংস্থা গুলি একত্রিত ভাবে। 3D শো এর জন্য টিকিট এর মূল্য হবে কত?প্রাপ্তব়স্কদের টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ১২০ টাকা।শিশুদের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৭০ টাকা।
রাজ্যের প্রথম 3D শো এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে বাংলার মানুষ।


Journalist Name : Srimita Sasmal

Related News