সপ্তাহের শুরুতেই বাতিল একাধিক ট্রেন, হাওড়া-বর্ধমান শাখার কর্ড লাইনে যাত্রীদের ভোগান্তি

banner

#Pravati Sangbad Digital Desk :

সপ্তাহের শুরুতেই ভোগান্তিতে পূর্ব রেলের হাওড়া-বর্ধমান কর্ড লাইন শাখার নিত্যযাত্রীরা। আজ ২৮শে নভেম্বর থেকে আগামী ২শরা ডিসেম্বর শুক্রবার পর্যন্ত বাতিল একাধিক ট্রেন। তালিকায় রয়েছে বেশ কিছু এক্সপ্রেস এবং দূরপাল্লার ট্রেন, সেই সাথে রয়েছে ৪২টি লোকাল ট্রেন। ফলে স্বাভাবিক ভাবেই সপ্তাহের শুরুর দিনে ভোগান্তিতে পড়েছে নিত্যযাত্রীরা। মূলত বারুইপুর এবং চন্দনপুরের মধ্যে চতুর্থ লাইন পাতার কাজের জন্য বাতিল ট্রেন। হাওড়া বর্ধমান শাখার পাশাপাশি শিয়ালদহ ডিভিশনের যে সমস্ত ট্রেন কর্ড লাইন দিয়ে চলাচল করে সেই সমস্ত ট্রেনের ক্ষেত্রে যাত্রা পথে পরিবর্তন করা হয়েছে। বাতিলের তালিকায় রয়েছে হাওড়া বোলপুর শান্তিনিকেতন এক্সপ্রেস, হাওড়া রামপুরহাট শহীদ এক্সপ্রেস। অন্যদিকে কলকাতা বালুরঘাট তেভাগা এক্সপ্রেস, সরাইঘট এক্সপ্রেসের যাত্রা পথে পরিবর্তন করা হয়েছে। যাতে ক্ষোভে ফুঁসছে সাধারণ মানুষ। নিত্যযাত্রীদের দাবি, “রেল যদি ছুটির দিন মেনে অর্থাৎ শনিবার এবং রবিবার এই সমস্ত কাজ করতো তাহলে যাত্রী চাপ অনেকটাই কম থাকতো”, তাছাড়া সময় মতো আগাম না জানানোরও অভিযোগ উঠছে পূর্ব রেলের বিরুদ্ধে। যদিও রেল সূত্রে দাবি, “আমরা অনেকদিন আগেই সংবাদ মাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশ করেছি যাতে নিত্য যাত্রীরা আগে থেকে দেখতে পায়। পাশাপাশি ডানকুনি হাওড়া স্পেশাল লোকাল ট্রেন চালানোর ব্যবস্থা করা হয়েছে এই পাঁচ দিনের জন্য”। উল্লেখ্য, পুজোর আগে থেকেই হাওড়া বর্ধমান কর্ড লাইনে বিভিন্ন কাজের জন্য বারংবার বিঘ্নিত হয়েছে রেল পরিষেবা। শক্তিগড় স্টেশনে চতুর্থ লাইন এবং ওভারহেড তার সংযোগের কারণে বেশ কিছুদিন বাতিল ছিল একাধিক ট্রেন। অন্যদিকে মেন লাইনে ব্যান্ডেল জংশনে ইন্টারলকিং এর কাজের জন্য বন্ধ ছিল ট্রেন পরিষেবা, সব মিলিয়ে নিত্যযাত্রীদের ক্ষোভের মুখে পূর্ব রেল।

Journalist Name : Sabyasachi Chatterjee

Related News