Flash news
    No Flash News Today..!!
Wednesday, May 15, 2024

শীতেও পিঁপড়ের উৎপাতে জীবন জেরবার? রেহাই পেতে জেনে নিন ঘরোয়া কিছু টিপস

banner

#Pravati Sangbad Digital Desk:

পিঁপড়ের জ্বালায় জীবন অতিষ্ট! এমন সমস্যা অনেকের বাড়িতেই। জামাকাপড়, খাবার দাওয়ার থেকে শুরু করে বিছানা, আসবাব পত্র, জুতো, বাসনপত্র, দেওয়ালের চারধার যেখানেই চোখ যায় শুধু বয়ে চলে পিঁপড়ের লাইন। ঘর বাড়ি যতই পরিষ্কার থাকুক না কেন বর্ষার সময় এই সমস্যা বাড়ে দ্বিগুন হারে। বাজার চলতি বিভিন্ন বিষাক্ত রাসায়নিক ব্যবহারে সাময়িক রেহাই পেলেও কিছুক্ষন পর একই অবস্থা। এছাড়া এগুলি স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর। তাই ঘরোয়া উপায়ে ভাবতে হবে এর প্রতিকার। রইলো কিছু টিপস। 

১. রান্নাঘর কিংবা ঘর পরিষ্কার করার সময় জলে বেশ কিছুটা লেবুর রস মিশিয়ে নিন। এছাড়াও যেখান থেকে পিঁপড়ের লাইন যায় সেই স্থানে পাতি লেবুর রস বা খোসা রাখুন এতে পিঁপড়ের উপদ্রব অনেকটাই কমবে।
কারণ যেকোনো ধরণের পিঁপড়ে কমলা, পাতি লেবুর রসের গন্ধ সহ্য করতে পারে না। 

২. গোলমরিচ গুঁড়ো, নুন জল পিঁপড়ে তাড়ানোর জন্য কার্যকরী। পিঁপড়ে যাওয়ার রাস্তায় বা প্রবেশ পথে গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে রাখুন কিংবা নুন জল স্প্রে করলে সমস্যা কমবে। 

৩. লেবুর মতোই পিঁপড়ে সাদা ভিনিগারের গন্ধ সহ্য করতে পারে না। তাই একটা পাত্রে সমপরিমান সাদা ভিনিগার ও জল নিয়ে তাতে কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল মিশিয়ে পিঁপড়ে যাওয়ার প্রবেশপথ, দেওয়াল, জানলা দরজা, ঘরের মেঝে প্রভৃতি স্থানে নিয়মিত স্প্রে করলে সমস্যা অনেকটাই কমবে। 

৪. এসবের পাশাপাশি পিপারমিন্ট অয়েল পিঁপড়ে তাড়াতে কার্যকরী। একটা কাপে ছেড়া কাপড়ের টুকরো নিয়ে তাতে পিপারমিন্ট অয়েল দিয়ে কাপড়টা ঘর, রান্নাঘর, বাথরুমের কোনে রাখলে কিছুক্ষণের মধ্যেই সাফ হবে পিঁপড়ের দল। 

৫. এছাড়াও দারুচিনি গুঁড়ো, বেবি পাউডার, চক এসবের গন্ধও পিঁপড়ে সহ্য করতে পারে না। তাই পিঁপড়ে যাওয়ার স্থানে এসব গুঁড়ো ছড়িয়ে রাখলে কিছুক্ষনের মধ্যেই পিঁপড়ে দূর হবে।

Journalist Name : Sohini Chatterjee

Related News