খুশকির সমস্যায় ভুগছেন?? জেনে নিন কি করলে চুল হবে খুশকি মুক্ত

banner

#Pravati Sangbad Digital Desk:

নভেম্বর শেষ হয় হয়। চারিদিকে ঠান্ডা ফুরফুরে আবহাওয়া। বছরের এই সময় টা বেশ উপভোগ করার মতো।কিন্তু চুলের সমস্যা কি আপনার ফুরফুরে মেজাজ নষ্ট করছে? চুল পড়া ,রুক্ষ চুল আর খুশকির সমস্যায় ভুগছেন?কোনো শেম্পু ,হেয়ার প্রোডাক্ট এও লাভ হচ্ছেনা কিছু? কি করবেন এই সময়? আজ জেনে নিন কিছু উপকারী বাড়ির টোটকা যার মাধ্যমে চুলের সমস্যা শেষ হতে পারে নিমেষেই। শীতকাল মানেই বাতাসে আদ্রতার পরিমাণ কম।ফলে স্ক্যাল্প এর ও আদ্রতা কমে যায়।রুক্ষ শুষ্ক হয়ে ওঠে স্ক্যাল্প। এর ফলেই খুশকি,চুল পড়া,রুক্ষ চুলের মত সমস্যা দেখা দেয়। তবে এই সমস্যাগুলোর সমাধানের জন্য বেশ কয়েকটি ঘরোয়া টোটকা রয়েছে । সেগুলো মেনে চললে সমস্যার অবসান হবে। প্রথমত,পেঁয়াজ খুব ই উপকারী চুলের জন্য।পেঁয়াজ এর ছাল ছাড়িয়ে যুসার এ এর রস বের করে স্ক্যাল্প ও চুলে ভালো করে এই রস মেখে রাখতে হবে ১ ঘণ্টা । এতে চুল পড়া কমে।নতুন চুল গজায়।চুলের দ্রুত বৃদ্ধি ঘটে। খুশকি ও কমে। মেথিতেও চুলের খুব উপকার হয় ।এটি নতুন চুল গজাতে ও খুশকি কমাতে সাহায্য করে।একটি বাটিতে রাতে ২ চা চামচ মেথি নিয়ে জলে ভিজিয়ে রাখুন। সকালে মেথির বেটে এর সাথে ২ চামচ পেঁয়াজের রস মিশিয়ে ভালো করে মাথায় মেখে রাখতে হবে১ ঘণ্টা। সপ্তাহে ১/২ বার এই টোটকা ব্যাবহার করলে চোখে পড়ার মতো পার্থক্য দেখা যাবে। এছাড়াও চুলে ২ চামচ অ্যালোভেরা জেল এর সাথে ৩ চামচ পেঁয়াজ এর রস মিশিয়ে চুলে মেখে নিতে হবে ।মাথায় রাখতে হবে ১০ মিনিট।তারপর মাথা ধুয়ে ফেলতে হবে।এতে চুল হবে আরো সিল্কি ও স্মুথ।চুল ফেটে যাওয়ার মত সমস্যা ও দূর হবে। এছাড়াও চুলে ১/২ চামচ আমলা এর রস,১/২ চামচ নারকেল তেল,১/২ চামচ অ্যালোভেরা জেল ও ১/২ চামচ লেবুর রস মিশিয়ে চুলের গোড়ায় দিতে হবে ও হাত দিয়ে ধীরে ধীরে ম্যাসেজ করতে হবে।এতে স্ক্যাল্প এ রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়।চুলের গোড়া মজবুত হয়।এভাবে সপ্তাহে ২ দিন করে চুলের যত্ন নিলে খুশকির সমস্যা নির্মূল হয়। চুলে শুধু নারকেল তেলের সাথে লেবুর রস মিশিয়ে মাখলে ও খুশকির সমস্যা নির্মূল হয়।



Journalist Name : Srimita Sasmal

Related News