পেনের হাসপাতাল, কলমের কালি সারিয়ে তোলার জন্য আর ভাবনা নেই

banner

#Pravati Sangbad Digital Desk:

মানুষের চিকিৎসা করতে রয়েছে হাজার হাজার হাসপাতাল, নার্সিং হোম যারা দিবারাত্রি সেবা সুষ্রশা দিয়ে সরিয়ে তোলেন আমাদের। তবে আমাদের পেনের শরীর খারাপ হলে?পেন খারাপ হলে কি আর করা যাবে মাত্র তিন টাকা তো দাম নতুন পেন কিনে আনা যায় সহজেই। কিন্তু শহর কলকাতার ইতিহাস বলছে অন্য কথা। শহরের প্রাণকেন্দ্র ধর্মতলার মোড়েই রয়েছে এক পেন হাসপাতাল। পেন হাসপাতাল সেও আবার হয় নাকি? হ্যাঁ ধর্মতলার মোড়ে গেলেই দেখতে পাবেন ড. মোহাম্মদ ইমতিয়াজ আর তার পেনের শরীর ভালো করার ডাক্তারখানা। একটা সময় দাদু শুরু করেছিলেন এক ব্যবসা, মূলত নামিদামি কোম্পানির কালি কলম সরিয়ে তোলার জন্যই এই ডাক্তারখানা সৃষ্টি। যদিও কালি কলম প্রেমীরা বলছেন, এই রকম ডাক্তারখানা শহরের বুকে আরও অনেক ছিল, কিন্তু সময়ের সাথে পাল্লা দিতে না পেরে কেউ জীবিকা পাল্টে ফেলেছেন আবার কেউ দোকান বন্ধ করে দিয়েছেন। তাই ড. মোহাম্মদ ইমতিয়াজই একমাত্র ভরসা। যদিও ইউজ অ্যান্ড থ্রোর যুগে সেভাবে ব্যবহার হয়না ঐতিয্যবাহী কালি কলম। ধীরে ধীরে অনেকটাই ফিকে হয়ে এসেছে দোয়াতের কালি। কিন্তু শিবরাত্রির শলতের মতো এখনও টিকে রয়েছেন ইমতিয়াজ।বাবা মোহাম্মদ সুলতানের হাত ধরে কাজ শিখেছিলেন ইমতিয়াজ এবং তাঁর ভাই। যদিও ভয়ের মৃত্যুর পরে তিনি একাই টিকিয়ে নিয়ে গেছেন এই ব্যবসা। তাই এখনও অনেকেই আসেন ডাক্তারবাবুর কাছে তাদের সাধের পেনের চিকিৎসা করাতে। আর ইমতিয়াজ দিব্যি সরিয়ে তোলেন তাদের, ফিরিয়ে দেন নতুন প্রাণ। ডাক্তারবাবু জানাচ্ছেন, একটা সময় পুরোপুরি ভাবে বন্ধের মুখে পড়েছিল কালি কলম। তবে বর্তমানে আবারও মাথা চারা দিয়েছে বাঙালির শতাব্দী প্রাচীন ঐতিহ্য।


Journalist Name : Sabyasachi Chatterjee

Related News