Flash news
    No Flash News Today..!!
Wednesday, May 1, 2024

স্যানিটারি ন্যাপকিন ব্যাবহারে হতে পারে ক্যান্সার, এর উপায় কি জেনে নিন

banner

# Pravati Sangbad Digital Desk:

"কি হয়েছে?" জিজ্ঞেস করলেই মাসিক হওয়া মেয়ে টি উত্তর দেয়," শরীর খারাপ"। না, পিরিয়ড বা মাসিক কোনো শরীর খারাপ নয়। এটি আমাদের শরীরে চলতে থাকা আর ৫টি শারীরিক ক্রিয়ার মতই অতি সাধারন একটি প্রক্রিয়া। তাই একে ' শরীর খারাপ ' বলা ঠিক সাজে না। কিন্তু এই মাসিক এর সাথেই জড়িত এমন কিছু জিনিস রয়েছে যা সত্যি সত্যিই অসুস্থ করে দিতে পারে মেয়েদের। ডেকে আনতে পারে ভয়াবহ রোগ। এমনকি হতে পারে ক্যান্সার ও। তা জেনে নিন বিস্তারিত ভাবে।পিরিয়ড এর ক্ষেত্রে সর্বত্র সর্বাধিক ব্যবহৃত প্রোডাক্টটি হলো স্যানিটারি ন্যাপকিন। কয়েক দশকেরও বেশী সময় ধরে বহুল পরিমাণে ব্যাবহৃত হচ্ছে এই ন্যাপকিন। তবে ন্যাপকিন কি আদেও শরীরের পক্ষে ভালো? সম্প্রতি ইন্টারন্যাশনাল পলিউটেন্টস এলিমিনেশন নেটওয়ার্ক এর অন্তর্ভুক্ত দিল্লি এর একটি এনজিও সংস্থা একটি পরীক্ষার ব্যাবস্থা করেছিল। সেখানে ভারতে সবচেয়ে বেশি বিক্রিত ১০ টি ব্র্যান্ড এর সানিটারী ন্যাপকিন নিয়ে এই পরীক্ষা করা হয়। সেই পরীক্ষায় দেখা গিয়েছে প্রায় সমস্ত ব্র্যান্ড এর প্রোডাক্ট এই  ন্যাপকিনকে আরো বেশি মসৃণ ও স্বচ্ছ দেখানোর জন্য যেই সমস্ত রাসায়নিক পদার্থ ব্যাবহার করে সেগুলি প্রকৃতপক্ষে মহিলাদের সাস্থ্য এর পক্ষে ক্ষতিকারক। এই সমস্ত রাসায়নিক পদার্থ অনেক রোগ ডেকে আনে এমনকি ক্যান্সার পর্যন্ত হতে পারে এই কারণে। কারণ ন্যাপকিনকে পরিষ্কার ও স্মুথ দেখানোর জন্য ব্লিচিং পদ্ধতির সাহায্য নেওয়া হয়। ন্যাপকিনে থাকে ফাইবার । আর এর ফাইবার কে ক্লোরিন ব্লিচিং পদ্ধতিতে কোমল করা হয়। এই পদ্ধতিতে বেশ কিছু ক্ষতিকারক রাসায়নিক ব্যাবহার করা হয়, যার মধ্যে অন্যতম একটি হলো ফ্যাটালেট। এই ফ্যাটালেট প্লাস্টিক কে নমনীয় ও দীর্ঘস্থায়ী করার জন্য ব্যাবহার করা হয়। এই ফ্যাটালেটকে বলা হয় অন্তঃস্রাবি ব্যাঘাত কারী পদার্থ। ব্লিচিং এর সময় ডাই অক্সিন উৎপন্ন হয়,যা একটি উচ্চমাত্রার বিষাক্ত দূষণকারী পদার্থ,যা শ্রোণী প্রদাহকারি রোগ , হরমোন ডিসফাংশন, এন্ডোমেট্রিওসিস, ডায়াবেটিস এমনকি ক্যান্সার ও সৃষ্টি করে। আবার  ন্যাপকিনের পেছনের দিকটি থাকে লিকপ্রুফ প্লাস্টিক এর তৈরি যা হাওয়া বা লিকুইড চলাচল করতে দেয় না। আর প্লাস্টিক উষ্ণতা এবং আদ্রতা সঠিক মাত্রায় বজায় রাখে।
 
আর এই সমস্ত স্থানেই ক্ষতিকারক ব্যাক্টেরিয়া ও ভাইরাস এর জন্ম হয়।তাই দীর্ঘদিন ন্যাপকিন ব্যাবহারের ফলে হতে পারে ব্রেস্ট ক্যান্সার, ফার্টিলিটি কমতে পারে, স্থূলতা ও অ্যাজমার মত রোগ দেখা যেতে পারে। প্রতিটি মেয়ে মাসে ৪ থেকে ৫ দিন এই প্যাড ব্যবহার করে থাকে যার ফল হতে পারে ভয়ানক। আবার একটি ন্যাপকিন  ৪ ঘণ্টার বেশি ব্যাবহার এর ফলে চর্মরোগ ,প্রদাহ ও অস্থিরতা সৃষ্টি করে। মাসিকের জন্য অনেক পরিবেশবান্ধব প্রোডাক্ট রয়েছে যেগুলি ব্যাবহারে নির্মূল হতে পারে এই সমস্যাগুলি। এগুলির মধ্যে অন্যতম হলো মেনস্ট্রুয়াল কাপ। এটির প্রসঙ্গে ডক্টর মোকাদ্দেম বলেছেন,"মাসিক কাপ ব্যাবহার করা সম্পূর্ণ ভাবে নিরাপদ। এটি ডাক্তারি মানের সিলিকন দিয়ে তৈরি যার ব্যাবহার সুরক্ষিত।কাপটি কোমল ও পুনঃ ব্যাবহার যোগ্য।দিনে একবার এই কাপটি পাল্টাতে হবে।কাপটি সম্পূর্ণভাবে ফাঁকা করে ভালো করে পরিষ্কার করে শুকনো করে তবেই পুনর্বার ব্যাবহার করা যাবে।" এছাড়াও বিভিন্ন মাসিককালিন ব্যাবহৃত অন্তর্বাস ব্যাবহার করা যেতে পারে। এছাড়াও সূতি এর তৈরি বিভিন্ন পুনর্ব্যবহার যোগ্য প্যাড গুলি শরীরের তেমন কোনো ক্ষতি করে না। তাই এগুলি ব্যাবহার করা যেতে পারে। তবে ব্যাবহারের আগে অতি অবশ্যই এগুলি ভালোভাবে পরিষ্কার করা এবং শুকনো করা প্রয়োজন।

Journalist Name : Srimita Sasmal

Related News