শীতের আমেজে ভারতে কিছু ঘোরার জায়গা

banner

#PRAVATI SANGBAD DIGITAL DESK:

ধীরে ধীরে শহরে নেমে পড়লো শীত। ভ্রমণপ্রিয় বাঙালির জন্য উপযুক্ত সময় এটি। বাংলায় যেমন ভোজনরসিক তেমনই ভ্রমণপ্রিয়ও। পরিবার , বন্ধু বান্ধবদের নিয়ে ঘুরতে যাওয়ার জন্য সেরা সময় শীতকাল। শীতকাল বেড়াতে যাওয়ার জন্য উপযুক্ত ও আরামদায়ক সময়। কেরালা থেকে প্রাকৃতিক সৌন্দর্য্যে ভরা মধ্যপ্রদেশ এমন বহু সুন্দর জায়গা রয়েছে ভারতে।  

এবারের শীতকালে ঘুরতে যাওয়ার বিশেষ কয়েকটি জায়গার খোঁজ জেনে নেওয়া যাক - 

১. ওরছা, মধ্যপ্রদেশ :
এই ঐতিহাসিক শহরটি মধ্যপ্রদেশের বেতোয়া নদীর তীরে অবস্থিত।  ১৫০১ সালে বুন্দেলা রাজপূত প্রধান এই শহরটি স্থাপন করেছিলেন। অপূর্ব সুন্দর প্রাসাদ , খুব সুক্ষ ভাবে খচিত মন্দিরের অপুরূপ স্থাপত্যের জন্য এই শহরকে প্রাসাদের শহর বলা হয়। রাম রাজা মন্দির, লক্ষ্মী নারায়ণ মন্দির ও জাহাঙ্গীর মহলের সৌন্দর্য্য এখানকার জনপ্রিয় কিছু দেখার জায়গা। 

২. কচ্ছ, গুজরাট : 
একদিকে মরুভূমি , অন্যদিকে সমুদ্র। সাথে রয়েছে  শীতের আরামদায়ক পরিবেশ। বহুদূর পর্যন্ত বিস্তৃত হোয়াইট সল্ট ডেজার্ট , আর খোলা আকাশের নীচে বসে চাঁদের আলো সব মিলিয়ে এক অসাধারণ পরিবেশের সৃষ্টি করে। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত এখানে উৎসব পালিত হয়। এই উৎসব হলো এখনকার মূল আকর্ষণ। বহু জায়গা থেকে পর্যটকরা এসে এখানে ভিড় করে এই মেলার অভিজ্ঞতাকে উপভোগ করতে। 

৩. মুন্নার, কেরালা :
কেরালা জায়গাটি প্রকৃতি দিয়ে ঘেরা। এখানকার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে চা বাগান ,একে বেঁকে চলা রাস্তা ,সবুজে ঘেরা অরণ্য ,অদ্ভুত সব গাছেরা ,ছোট নদী ,মন চঞ্চল করা দুধ সাদা জলপ্রপাত , আর ব্রিটিশদের সময়কালের সুসজ্জিত রিসোর্টস আপনার মন কাড়বে। তাই শীতের ছুটিতে বেরিয়ে পড়ুন চা বাগানে।

৪. হাম্পি, কর্ণাটক :
 হাম্পি শহরটি কর্ণাটকের পাহাড় ও উপত্যকার মধ্যে অবস্থিত একটি প্রাচীন ধ্বংসাবশেষের শহর। তুঙ্গভদ্রা নদীর তীরে অবস্থিত এই শহরটির সাথে রয়েছে বহু ঐতিহাসিক কাহিনী। এই শহরটিকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বলে ঘোষণা করেছে। হাম্পিতে প্রায় ৫০০টি ঐতিহাসিক স্থাপনা, অত্যাশ্চর্য মন্দির ,স্তম্ভ , দুর্গ , স্মৃতিসৌধ ও বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ দেখা যাবে যা আপনাকে অতীত যুগের ইতিহাস জীবনে নিয়ে যেতে সাহায্য করবে।

৫. নাগাল্যান্ড :
 প্রাকৃতিক সৌন্দর্য্যে ঘেরা এক অপূর্ব পাহাড়ি শহর নাগাল্যান্ড। "উৎসবের দেশ" হিসাবে পরিচিত এই শহরটি। এখানে হর্নবিল উৎসবটি ১০ দিন ধরে পালিত হয়, যা সেখানকার ট্রাইবাল লোকেদের লাইফস্টাইল ও ইন্টারকালচারাল সম্প্রীতিকে তুলে ধরে। তাছাড়া এই উৎসব তারা সেখানকার স্থানীয় খাবার , পোশাক , এমনকি ট্রাডিশনাল লোকনৃত্যকেও সামনে তুলে ধরে। তাই দেশের বিভিন্ন জায়গা থেকে লোকেরা আসে এমনকি বিদেশীরাও এখানে এসে ভিড় জমায় এই উৎসবে সামিল হতে। 

৬. মালশেজ ঘাট, মহারাষ্ট্র :
শহরের কোলাহল থেকে অনেকটা দূরে একটি শান্তিতে ঘুরে আসতে পারেন মহারাষ্ট্রের পশ্চিম ঘাট পর্বতে অবস্থিত মালশেজ ঘাটে। এই ঘাট প্রকৃতিপ্রেমীদের জন্য খুব প্রিয় হিল স্টেশন। জলপ্রপাত ,সুন্দর লেক , বন্যপ্রাণীতে ভরা এখানকার প্রাকৃতিক দৃশ্য মানুষের মনের কোনে দাগ কেটে যায়। ট্রেকারদের জন্য জায়গাটি খুব ভালো। তাছাড়া বিভিন্ন মন্দির দর্শন আপনার মন ভালো করে দেবে। 

Journalist Name : Papri Chakraborty

Related News