Flash news
    No Flash News Today..!!
Tuesday, May 14, 2024

এবার নয়া পদ্ধতি.... বুস্টার ডোজের নামে অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে গেলো দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা

banner

#PRAVATI SANGBAD DIGITAL DESK:

বর্তমান যুগে সভ্যতার যত উন্নতি ঘটছে তাতে মানুষের যেমন লাভ হচ্ছে তেমন ই আরো বেশি প্রতারণার ঘটনাও ঘটছে।কারণ নতুন নতুন আবিষ্কার প্রতারক দের জন্য ও নতুন নতুন রাস্তা খুলে দিচ্ছে।তাই প্রতারণার ঘটনা প্রায়শই ঘটছে।তাও আবার অভিনব উপায়ে।

একটা ছোট্ট ভুল ,ব্যাস ! নিমেষের মধ্যে অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যাচ্ছে।কখনো বা ফোন করে বলা হচ্ছে ক্রেডিট কার্ড বন্ধের জন্য ও টি পি শেয়ার করার কথা,কখনো বা ডেলিভারি বয় সেজে এসে ও টি পি জানা বা কখনো শুধুমাত্র কোনো লিংক খুললেই উধাও হয়ে যাচ্ছে সব টাকা।এবারেও ঘটেছে এমন এক কাণ্ড।তবে,ধরন একেবারেই আলাদা।

গত ৭ ডিসেম্বর ,বুধবার ঘটনাটি ঘটে নেতাজি নগরে।ঢাকুরিয়া এর বাসিন্দা বছর ৯২ এর প্রাক্তন ইঞ্জিনিয়ার নির্মল বাবু কে ফোন করা হয় একটি নম্বর থেকে।তাকে একজন মহিলা ফোনে বলেন যে নির্মল বাবু কে স্বাস্থ্য ভবনের তরফ থেকে covid এর জন্য ভ্যাকসিন দেওয়া হবে।অভিযুক্ত মহিলা ফোনে নির্মলবাবুর থেকে তার বাড়ির ঠিকানা জানতে চাইলে নির্মল বাবু জানান তিনি বাড়িতে নেই,তার মেয়ের বাড়িতে রয়েছেন নেতাজি নগরে।তিনি ফোনে তার মেয়ের বাড়ির ঠিকানা ও বলেন।এরপর কয়েকজন নেতাজি নগরে আসেন ।তাদের মধ্যে একজন মহিলা ও ছিলেন।গলায় ছিল আই কার্ড ।তারা এসে পৌঁছান নীর্মল বাবুর মেয়ের বাড়িতে।সেখানে নির্মল বাবুর মেয়ে ও উপস্থিত ছিলেন ।তারা এসে জিজ্ঞাসা করেন নির্মল বাবুর বুস্টার ডোজ হয়েছে কিনা।নির্মল বাবু জানান যে তার ফার্স্ট ও সেকেন্ড ডোজ নেওয়া হয়েছে ।তবে বুস্টার ডোজ নেওয়া হয়নি ।একথা শুনে অভিযুক্তরা বলেন যে তারা স্বাস্থ্য ভবন থেকে এসেছেন ,নীর্মল বাবুর বুস্টার ডোজের ব্যাবস্থা করে দেওয়ার জন্য ।তার মেয়ে বলেন,বয়সজনিত অসুস্থতার কারণে তার বাবা কোনো সাস্থ্য কেন্দ্রে গিয়ে ভ্যাকসিন নিতে পারবেন না।তারা জানান কোথাও যাওয়ার প্রয়োজন নেই।বাড়ি এসেই সাস্থ্য কর্মীরা ভ্যাকসিন দিয়ে যাবেন।তবে তার আগে নির্মল বাবুর নাম ভ্যাকসিনেশন এর জন্য রেজিস্টার করতে হবে।তার জন্য তারা নির্মল বাবুর ফোনে একটি মেসেজ পাঠাবেন সেটি অপর একটি নম্বর এ ফরওয়ার্ড করতে হবে।তাদের কথা মত নীর্মলবাবুর মেয়ে তাই করেন ।এরপর অভিযুক্তরা ওখান থেকে চলে যায়।সন্ধ্যে নাগাদ নির্মল বাবুর মেয়ে লক্ষ করেন তার বাবার অ্যাকাউন্ট এ থাকা দু লক্ষ পঁচাত্তর হাজার টাকার ফিক্সড ডিপোজিট ভাঙ্গা হয়েছে এবং সেই টাকা অ্যাকাউন্ট থেকে তুলে নেওয়া হয়েছে।

এরপর তারা থানা ও সাইবার ক্রাইম অফিস এ অভিযোগ দায়ের করেন।মেসেজ টি দেখে সাইবার ক্রাইম অফিস থেকে জানানো হয় যে এটি একটি অটো জেনারেটেড ও টি পি।সি সি টিভি ক্যামেরা তে ওই অভিযুক্তদের চেহারা ধরা পড়েছে।তবে এখনও পর্যন্ত কোনো সুরাহা হয়নি।

Journalist Name : Srimita Sasmal

Related News