আগামীকালই চালু হতে পারে জোকা থেকে তারাতলা মেট্রো পরিষেবা

banner

#PRAVATI SANGBAD DIGITAL DESK:

সম্প্রতি দক্ষিণেশ্বর মেট্রো পরিষেবা চালু হওয়ায় লাভ হয়েছে বহু নিত্যযাত্রীর। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো লাইন চালু হয়েছে ২০২১ সালে। এরপরই চালু হতে চলেছে জোকা থেকে তারাতলা পর্যন্ত মেট্রো পরিষেবা। নিত্যদিনের অফিস যাত্রীদের জন্য এটি অত্যন্ত সুখবর। মেট্রো রেল সূত্রের খবর অনুযায়ী আগামী তিন মাসের মধ্যে চালু হওয়ার কথা ছিল এই মেট্রো পরিষেবা, তবে তিন মাসের দূরত্ব ঘুচিয়ে আগামীকালই চালু হতে পারে মেট্রো পরিষেবা। 

এই নিয়ে তৈরি হয়েছে নানা গুঞ্জন ৷ যদিও এখনো পর্যন্ত রেল বোর্ডের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত কথা জানানো হয়নি৷ জোকা স্টেশন থেকে তারাতলা পর্যন্ত থাকছে ৬টি স্টেশন। জোকার পর ঠাকুরপুর, সখেরবাজার, বেহালা চৌরাস্তা, বেহালা বাজার, তারাতলা।

মেট্রো পরিষেবা চালু হওয়ার দিন ঘোষণা না করা হলেও অনুমতি মিলেছে যাত্রী পরিষেবা শুরু করার। বিশেষ সূত্রের খবর, ডিসেম্বরের শেষ সপ্তাহেই জোকা থেকে তারাতলা পর্যন্ত চলতে পারে মেট্রো। ১৮ ই নভেম্বর কমিশনার অফ রেলওয়ে সেফটি জোকা থেকে তারাতলা মেট্রো চালুর একটি ছাড়পত্র দেন। কিন্তু পর্যাপ্ত কর্মী না থাকায় তা সম্ভব হয়ে ওঠেনি।

এমনকি, প্রত্যেক স্টেশনে দুটি শিফটে টিকিট কাউন্টারে বসানোর কর্মীও নেই। আপাতত জোকা স্টেশন থেকে তারাতলা পর্যন্ত থাকছে ৬টি স্টেশন। জোকার পর ঠাকুরপুর, সখেরবাজার, বেহালা চৌরাস্তা, বেহালা বাজার, তারাতলা। প্রথমে এই ছটি স্টেশনে চলবে মেট্রো। তিন মাস আগে সেপ্টেম্বর মাসে এই পথে মেট্রোর তৃতীয় লাইনে বিদ্যুৎ সংযোগের কাজ হয়েছে। এরপর গত আড়াই মাস ধরে যাত্রী পরিষেবার জন্য মেট্রো লাইনে চলছে বহু পরীক্ষা-নিরীক্ষা। রেকের বিভিন্ন যন্ত্র ও লাইন পরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছেন মেট্রো রেল কর্তৃপক্ষ। 

২০১০ সালে এই মেট্রো প্রকল্পের কাজ শুরু হয়েছিল। এর জন্য  বরাদ্দ করা হয়েছিল ৫১৩৩.৩৮ কোটি টাকা। বারো বছর কেটে গেলেও এখনো চালু হয়নি এই মেট্রো। এই মেট্রো পথ চালু হলে বেহালা, ঠাকুরপুকুর-সহ সংলগ্ন এলাকার বহু মানুষের সুবিধা হবে। জানা যায় ,জমি সংক্রান্ত বিভিন্ন কারণে এই মেট্রো পরিষেবার কাজ ব্যাহত ছিল। ফলে যাত্রীদের মধ্যে প্রশ্ন ছিল কবে থেকে শুরু হবে এই মেট্রো লাইন। তবে এখনো মেট্রো লাইন  সিগন্যালিং এর ব্যবস্থা চালু হয়নি। কাজ বাকি রয়েছে আরো কিছুটা। 

যাত্রীদের সুবিধার্থে সিগন্যাল ব্যবস্থা ছাড়াই একটি রেক ব্যবহার করে ' ওয়ান ট্রেন সিস্টেম ' -এ মেট্রো চলবে। এই পদ্ধতি অনুযায়ী জোকা থেকে একটি রেক ছেড়ে বিভিন্ন স্টেশন হয়ে তারাতলা পৌঁছবে। এরপর তারাতলা থেকে জোকা আসবে। এই রেকের আগে বা পরে কোনও ট্রেন চলবে না। ডিসেম্বর মাসের শেষে আনুষ্ঠানিক ভাবে মেট্রোপথে যাত্রী পরিষেবা খুলে দেওয়ার চেষ্টা করছে রেল বোর্ড। তবে সেই চেষ্টাই আগামীকাল থেকে শুরু হচ্ছে কি না তা নিয়ে রয়েছে গভীর প্রশ্ন। সাধারণ মানুষও দীর্ঘ অপেক্ষায় রয়েছেন জোকা থেকে তারাতলা যাওয়ার এই সহজ পথটি বেছে নেওয়ার।

Journalist Name : Papri Chakraborty

Related News