উত্তর কোরিয়ার কড়া নিয়মের জেরে মৃত্যুর নির্দেশ দেওয়া হল দুই কিশোরকে

banner

#Pravati Sangbad Digital Desk:

উত্তর কোরিয়ার করার নিয়ম সম্পর্কে সকলেই অবগত। চুলের ছাঁট থেকে পেশা, জীবনসঙ্গী বাছা কোন কিছুরই অধিকার নেই সেই দেশের মানুষের। ফের একবার উত্তর কোরিয়ার কঠোর নিয়ম ও তার চরম শাস্তি প্রকাশ্যে এল। দক্ষিণ কোরিয়ার সিনেমা দেখার অপরাধী দুই স্কুল পড়ুয়াকে মৃত্যুদণ্ড দেওয়া হল। জানা গেছে ওই দুই কিশোর দক্ষিণ কোরিয়া এবং আমেরিকার সিনেমা দেখেছিল। সেই অপরাধী, তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয় । উল্লেখ্য উত্তর কোরিয়ায় দক্ষিণ কোরিয়ার সমস্ত সামগ্রী নিষিদ্ধ। একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী যেই দুই কিশোরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তাদের বয়স ১৬ - ১৭ বছর। তারা উত্তর কোরিয়ার রায়াং গাং প্রদেশের একটি স্কুলে পড়ত। সম্প্রতি উত্তর কোরিয়ার সরকার জানতে পারে ওই দুই কিসের উত্তর কোরিয়া ও আমেরিকার বিভিন্ন সিনেমা ও নাটক যা ড্রামা নামে পরিচিত তা দেখত। নিষিদ্ধ ওই শো গুলি দেখার কারণে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। জানা গিয়েছে কত অক্টোবরের শহরের মাঝে এয়ারফিল্ডে নিয়ে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সামনে দুই কিশোরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।গত সপ্তাহেই ঘটনাটি প্রকাশ্যে আসে। উত্তর কোরিয়ার সরকার সূত্রে জানা গিয়েছে ওই দুই কিশোর 'শয়তান'। তাদের অপরাধের উপযুক্ত শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের শাস্তির আদেশ দেওয়া হয়। স্থানীয় বাসিন্দাদের শিক্ষার উদ্দেশ্যে মূলত এই ধরনের সাজা দেওয়া হয় যাতে তারা আর কোনদিন বা ভবিষ্যতে এই ধরনের সিনেমা বা নাটক না দেখতে পারে তারই ব্যবস্থা করেন সরকার।

উল্লেখ্য, ২০২০ সালে উত্তর কোরিয়ার সরকার প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়ার সিনেমা, টিভি শো-র উপরে নিষেধাজ্ঞা জারি করে। দেশবাসীর উপর যাতে বিদেশী তথ্যের কোন প্রভাব না পড়ে তার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে জানা গিয়েছে। তবুও লুকিয়ে লুকিয়ে ফ্লাশড্রাইভে দক্ষিণ কোরিয়ার সিনেমা শো আনা হয় এবং তা চড়া দামে বিক্রিও করা হয়। যদি কেউ দক্ষিণ কোরিয়ার শো দেখতে গিয়ে ধরা পড়েন তবে জরিমানা কারাবাস এমনকি মৃত্যুদণ্ডও পর্যন্ত দেওয়া হয়। 

গত বছর উত্তর কোরিয়ার প্রশাসক তথা কিম জং উনের বাবা কিং জং দ্বিতিয়ের মৃত্যুবার্ষিকীতে ১১ দিনে শোক দিবস পালন করা হয়। ওই সময় দেশের সাধারণ নাগরিকের কোন কিছু কেনাকাটা, মদ্যপান এমনকি হাসাও নিষিদ্ধ ছিল। নিয়ম ভাঙ্গলেই করা শাস্তি নিদান দেওয়া হয়েছিল।

Journalist Name : Aparna Dutta

Related News