ফোন চার্জ করার সঠিক নিয়ম গুলি কি কি ?

banner

#PRAVATI SANGBAD DIGITAL DESK:

বর্তমান যুগ ডিজিটাল যুগ।সবকিছুই এখন রয়েছে আমাদের হাতের মুঠোয়।সম্পূর্ণ বিশ্ব এখন আমাদের কাছে রয়েছে।আর এই কাজ টি সম্ভব করেছে স্মার্ট ফোন।কথা বলা থেকে শুরু করে ছবি তোলা, ভিডিও দেখা,গান শোনা,টাকা পেমেন্ট করা,খাওয়ার ,ওষুধ অর্ডার করা,জামাকাপড় ও অন্যান্য প্রয়োজনীয় জিনিস কেনা,পড়াশোনা ,রান্না সহ সমস্ত মুশকিল আশান করেছে এই ছোট্ট যন্ত্র টি।তাই বর্তমানে মোবাইল ফোন আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে উঠেছে,যা ছাড়া আমাদের জীবন অচল।বর্তমানে বিশ্বের প্রায় ৮৭ % মানুষ মোবাইল ফোন ব্যাবহার করছেন।তবে এত মানুষ মোবাইল ব্যাবহার করলেও এই মোবাইল কে কিভাবে ভালো রাখতে হয়,মোবাইল এর ব্যাটারি লাইফ কিভাবে বাড়াতে হয় , তা অনেকেই জানেন না।মোবাইল চার্জ এ দেওয়ার নিয়ম এর ফলেও হতে পারে ফোনের বড়ো ক্ষতি ।তাই মোবাইল চার্জ এ দেওয়ার সঠিক নিয়ম গুলি জেনে নিন।

• অনেকেই মোবাইল এর চার্জ সম্পূর্ণ শেষ না হওয়া পর্যন্ত অর্থাৎ চার্জ ০% না হওয়া পর্যন্ত ফোন চার্জ এ দেন না।এর ফলে ব্যাটারি এর ক্ষতি হতে পারে।ফোনের চার্জ ২০% হয়ে গেলেই ফোনটি চার্জে বসানো প্রয়োজন।
• ফোন এ আমরা সবসময় ফুল চার্জ দিয়ে থাকি।১০০% চার্জ হওয়ার পর ফোন চার্জ থেকে খুলি।তবে এটি ব্যাটারি লাইফের জন্য ভালো না।ফোন এ ৯০ থেকে ৯৫ শতাংশ চার্জ দেওয়া উচিৎ।তবে মাসে একবার কি দুইবার ০ থেকে ১০০ শতাংশ চার্জ দেওয়া যেতে পারে।
• অনেকেই ফোন রাতভর চার্জে বসিয়ে রাখেন ।এরফলে ফুল চার্জ হওয়ার পর ও বহু সময় ধরে ফোন চার্জ হতে থাকে।যা উচিত নয় সারারাত ফোন চার্জ না দেওয়া ই ভালো।

• মোবাইল ফোন চার্জে বসিয়ে ফোন ব্যাবহার করা উচিৎ নয়।ফোন চার্জে বসিয়ে ব্যাবহার করলে ফোনের মারাত্বক ক্ষতি হয়।এমন কি দুর্ঘটনা ও ঘটতে পারে।
• ফোন টি যেই কোম্পানির সেই কোম্পানির চার্জার ই ব্যাবহার করা উচিৎ।আমরা অনেকসময় অন্য চার্জার ব্যাবহার করে থাকি ।ফলত, ফোনের কার্য ক্ষমতা নষ্ট হয়ে যায়।
• ফোন টি চার্জে বসানো এর সময় খেয়াল রাখতে হবে ফোন টি কোন পরিবেশে চার্জে বসানো হচ্ছে।অতিরিক্ত গরম বা অতিরিক্ত ঠান্ডা পরিবেশ ফোন এর ব্যাটারি এর জন্য ভালো নয়।হালকা ঠান্ডা পরিবেশে ফোন চার্জে বসানো উচিৎ।
• ফোন এ এমন অনেক অ্যাপ থাকে ,যেগুলি ফোন এর চার্জ দ্রুত নামায়।তাই ওই অ্যাপ গুলি যদি কাজে না ব্যবহৃত হয়,তাহলে অ্যাপ গুলি ডিলিট করে দেওয়াই ভালো।।

Journalist Name : Srimita Sasmal

Related News