Flash news
    No Flash News Today..!!
Tuesday, May 7, 2024

বন্দে ভারত ট্রেনের উদ্বোধনে প্রধানমন্ত্রী আগমন উপলক্ষে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে হাওড়া স্টেশন

banner

#PRAVATI SANGBAD DIGITAL DESK:

হাওড়া থেকে নিউ জলপাইগুড়ির মধ্যে চলবে বন্দে ভারত এক্সপ্রেস । ইতিমধ্যে দেশে ছ’টি বন্দে ভারতের পর এবার সাত নম্বরটি চলবে রাজ্যের ভিতরেই। ৩০ ডিসেম্বর ট্রেনটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । হাওড়া স্টেশন  থেকেই ট্রেনটি উদ্বোধন করবেন তিনি।সেই উপলক্ষে প্রস্তুতি তুঙ্গে। প্রধানমন্ত্রী নিরাপত্তায় বেশ কিছু বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।শুরু হয়েছে চেকিং। কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে আরপিএফ।  ইতিমধ্যেই নিরাপত্তার কড়াকড়ির কারণে বন্ধ থাকবে হাওড়ার তিনটি প্ল্যাটফর্মের ট্রেন চলাচল। একইসঙ্গে তিনদিন বন্ধ থাকবে হাওড়া স্টেশনের  নিউ ক্যাব রোডও। বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে পূর্ব রেল।

রেলের তরফে জারি করা নির্দেশিকায় বলা হচ্ছে, ২৯ ডিসেম্বর রাত ১২টা থেকে ৩০ ডিসেম্বর দুপুর ২টো পর্যন্ত হাওড়া স্টেশনের ২১, ২২ ও ২৩ নম্বর প্ল্যাটফর্মে সাধারণের প্রবেশাধিকার নিষিদ্ধ হচ্ছে। তবে এই স্টেশন থেকে সংশ্লিষ্ট সময় যে ট্রেনগুলি চলার কথা ছিল সেগুলি অন্য প্ল্যাটফর্ম থেকে চলবে বলে রেলের তরফে জানানো হয়েছে।

 বিবৃতি জারি করে এ কথা জানিয়েছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী।প্রধানমন্ত্রীর নিরাপত্তার দিকে তাকিয়ে ওই স্টেশনে আর বিশেষ কারোওর প্রবেশাধিকার না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। 

 সংবাদ সূত্র মাধ্যমে জানা গিয়েছে, শুক্রবারের মূল অনুষ্ঠানে হাজির থাকার জন্য ২২টি ভিআইপি পাস (VIP Pass) দেওয়া হবে। আর সেই পাস পাওয়া যাবে হাওড়ার ২২ নম্বর প্ল্যাটফর্ম থেকেই।  সংবাদ সূত্র মাধ্যমে জানা গিয়েছে ওই দিন ২৩ নম্বর প্ল‌্যাটফর্মে ৫০০ সিটে বসবেন আমন্ত্রিতরা। 

 ইতিমধ্যে হাওড়া স্টেশন সংলগ্ন চত্বর, হোটেল, আবাসন সহ সমস্ত জায়গায় চলছে চেকিং।

পুলিশ সূত্রে খবর, শুক্রবার সকালে কলকাতায় আসবেন মোদী । সাড়ে দশটা নাগাদ হাওড়া স্টেশন  চত্বরে আসার কথা রয়েছে প্রধামন্ত্রীর। এরপর হাজির হবেন ২২ নম্বর প্ল্যাটফর্মে। বন্দে ভারত এক্সপ্রেসের ফ্ল্যাগ অফ করবেন তিনি। এছাড়াও বেশ কয়েকটি রেল প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

 প্রসঙ্গত ,প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে হাওড়া স্টেশনের আশেপাশের রাস্তাঘাটও পরিষ্কার করা হচ্ছে। নতুন রং করা হচ্ছে রাস্তার চারপাশ এবং বঙ্কিম সেতুতে। ছড়ানো হচ্ছে ব্লিচিং পাউডার, ফিনাইল।

Journalist Name : Susmita Das

Related News