Flash news
    No Flash News Today..!!
Monday, May 6, 2024

শালিক পাখি আপনার ভাগ্যের চাকা সত্যি কী পরিবর্তন করে দিতে পারে! জেনে নিন আসল সত্য

banner

#Pravati Sangbad digital Desk:

আমাদের হিন্দুদের মধ্যে পশু পাখিদের নিয়ে অনেক কুসংস্কার আছে। সেগুলি আদৌ সত্য কিনা তাই নিয়ে অনেক মতোবিরোধ রয়েছে। অনেকে বলেন সকাল সকাল এক শালিক দেখা নাকি অত্যন্ত অশুভ। সকালে এক শালিক দেখলে সারাদিন নাকি খারাপ যায়। আর দু শালিক দেখলে ভাগ্য ফিরে যায়। কিন্তু এই ধারনাগুলি বাস্তবায়িত কিনা সে সম্পর্কে আজ আপনাদের কিছু তথ্য জানাবো।

ভারতের শালিক খুব সাধারণ পাখি। যদিও এটি ময়না নামেও পরিচিত। শহর হোক গ্রাম সর্বত্রই শালিকের দেখা মেলে। পাশাপাশি বিশ্বের প্রায় সব দেশেই এই পাখি দেখা পাওয়া যায়। কিন্তু শালিক পাখি নিয়ে এই বিশ্বাস প্রচুর মানুষের মধ্যেই রয়েছে।   অনেকে মনে করেন এক শালিক দেখলেই দিন খারাপ যায় আবার জোড়া শালিক দেখলে  অনেকে মনে করেন ওই দিন জীবনে ঘটলে চলেছে কোনও ভাল কাজ।

কিন্তু জোড়া শালিকের অর্থ দুটো শালিক নয়। ওই জোড়া শালিকের মধ্যে একটা পুরুষ ও অন্যটি মহিলা শালিক হওয়া জরুরি। এই জোড়া শালিক শুভ হিসেবে বিবেচিত হয়। কিন্তু আমরা অনেকেই জানি না যে শালিকের প্রকারভেদ কিরকম তাই শালিক দেখেও বুঝতে পারি না যে সেটা জোড়া অর্থাৎ পুরুষ ও স্ত্রী শালিক নাকি দুটোই পুরুষ অথবা স্ত্রী শালিক।যদিও এর কোনও বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। মূলত এটা মানুষের বিশ্বাস। অন্যান্য কুসংস্কারের মতোই এটাও মানুষের মধ্যে গেঁথে গিয়েছে যে জোড়া শালিক দেখলে দিন ভাল যাবে। 

তবে মানুষ  দিনের শুরুতে এক শালিকের  

দেখার এই কুসংস্কার থেকেও বাঁচার রাস্তা বের করেছে। অনেকেই বলে এক শালিক দেখলে সঙ্গে সঙ্গে কলাগাছ দেখে নিলে তার নাকি খারাপ প্রভাব পড়ে না, অনেকে আবার বলে এক শালিক যদি চার পাঁচজন একসঙ্গে বা একই সময়ে দেখে তাহলে তার খারাপ প্রভাব আর থাকে না। আসলে সবটাই মানসিকতার উপর নির্ভর করছে। মানুষ যে কাজটা করতে যাচ্ছে সেটা করার আগে সে যদি মনে করে যে আমি আমার ১০০ শতাংশ দিয়ে কাজটা করব তাহলে অবশ্যই সে কাজে সফল হবে, কিন্তু সে যদি মনে করে যে আমি এক শালিক দেখার জন্য আমার দিন সত্যিই খুব খারাপ যাবে এবং এটা ভেবে সে কাজটা করতে যায় তাহলে তার সাথে সাথে একটা নেগেটিভ চিন্তাও তার সঙ্গে করে নিয়ে যাচ্ছে, ফলে কাজটি ভালোভাবে সম্পন্ন হওয়ার সম্ভাবনা কমে যায় আর আমরা মনে করে থাকি যে, এক শালিক দেখার জন্যই বোধহয় কাজটা হলো না। তাই নিজের উপর ভরসা রাখুন, আত্মবিশ্বাসে ভরপুর থাকুন অবশ্যই সফল হবেন ।

 উল্লেখ্য , বেশ কিছু প্রাচীন গ্রন্থে উল্লেখ রয়েছে পশু, পাখি কথা যা মানুষের ভাগ্যের চাকা ঘোরাতে পারে। কিন্তু শালিক পাখি আপনার ভাগ্যের চাকা সত্যি কী পরিবর্তন করে দিতে পারে, সেই নিয়ে কোনও তথ্য জ্যোতিষশাস্ত্রে নেই।

Journalist Name : Susmita Das

Related News