আরও শক্তিশালী Agni-V,৭ হাজার কিমি-রও বেশি যেতে পারবে এই মিসাইল

banner

#PRAVATI SANGBAD DIGITAL DESK:

বৃহস্পতিবার অগ্নি-৫ এর মহড়ায় সফল হয়েছে ভারত। সামরিকক্ষেত্রে অগ্নি-৫ মিসাইলের উন্নত প্রযুক্তি কতটা কার্যকরী সেটা পরীক্ষা করে দেখা হয়েছে। সেই সফলতার পরে শত্রুদের বুকে ভয় ধরিয়ে আরও এক গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। আগে অগ্নি-৫ মিসাইল(agni-v) ৫০০০ কিমি দূরের টার্গেটে আঘাত হানতে সক্ষম বলেই জানানো হয়েছিক তবে এই মিসাইলের ওজন ২০ শতাংশ কমিয়ে দেওয়ার পরেই ভারত এখন ৭০০০ কিলোমিটারের বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হবে বলেই জানানো হয়েছে।

ভারতের দীর্ঘতম পারমাণবিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি-৫ আরও বেশি দূরত্বে আঘাত হানতে সক্ষম। আগে এর রেঞ্জ ছিল ৫,০০০ কিলোমিটার। বর্তমানে এটি ৭ হাজার কিলোমিটারের বেশি দূরত্বে আঘাত হানতে পারবে। ইন্ডিয়ান ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন মিসাইলের ইস্পাতকে একটি যৌগিক উপাদান দিয়ে প্রতিস্থাপন করেছে। যে কারণে ক্ষেপণাস্ত্রের ওজন ২০ শতাংশের বেশি কমে গেছে।

প্রতিরক্ষা দফতরের আধিকারিকরা জানিয়েছেন, সরকার চায় পারমাণবিক ওয়ারহেড বহন করতে সক্ষম অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের রেঞ্জ ৭০০০ কিলোমিটারের বেশি বাড়াতে। সেই কারণেই ডিআরডিও এই ক্ষেপণাস্ত্র নিয়ে আবার কাজ শুরু হয়েছে।

যেখানে, অগ্নি-৩, ৪০ টন ওজনের কিন্তু এটি ৩,০০০ কিলোমিটার পর্যন্ত আঘাত হাঁটে পারত। অগ্নি-৪ মাত্র ২০ টন, তবে এটি অনেক বেশি রেঞ্জ কভার করে। কেন্দ্র সরকারের উদ্দেশ্য ছিল, অগ্নি-৫-এর দূরত্ব আরও বাড়ানো। সেই কারণেই অগ্নি-৫, ৫,৪০০ কিলোমিটার রেঞ্জ পর্যন্ত পরীক্ষা করা হয়েছিল। পরীক্ষাটি শুধুমাত্র নতুন পরিবর্তন পরীক্ষা করার জন্য করা হয়েছিল। কারণ এই ক্ষেপণাস্ত্রটি আগের চেয়ে হালকা।
অগ্নি-৫ একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এটি দেশের একমাত্র ক্ষেপণাস্ত্র, যার রেঞ্জে রাশিয়ার উপরের অংশ, আফ্রিকার অর্ধেক, অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চল থেকে শুরু করে গ্রিনল্যান্ড পর্যন্ত সবকিছুই ঢেকে যাবে। ডিআরডিও এবং ভারত ডায়নামিক্স লিমিটেড এটি যৌথভাবে তৈরি করেছে। অগ্নি-৫ মিসাইলের ওজন ছিল ৫০ হাজার কেজি। বর্তমানে এর ওজন কমেছে ২০ শতাংশের বেশি। এটি ১৭.৫ মিটার দীর্ঘ। এর ব্যাস ২ মিটার অর্থাৎ ৬.৭ ফুট। এর ওপরে ১৫০০ কেজি ওজনের একটি পারমাণবিক অস্ত্র স্থাপন করা যেতে পারে।

এই মিসাইলটিতে তিনটি স্টেজ রকেট বুস্টার রয়েছে। এর গতি শব্দের গতির চেয়ে ২৪ গুণ বেশি। অর্থাৎ এটি এক সেকেন্ডে ৮.১৬ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। এটি প্রতি ঘণ্টায় ২৯,৪০১ কিলোমিটার বেগে শত্রুকে আক্রমণ করে। এটি রিং লেজার জাইরোস্কোপ ইনর্শিয়াল নেভিগেশন সিস্টেম, জিপিএস, নাভিক স্যাটেলাইট গাইডেন্স সিস্টেম দিয়ে সজ্জিত। অগ্নি-৫ ক্ষেপণাস্ত্র নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করে। যদি লক্ষ্যবস্তু তার স্থান থেকে ১০ থেকে ৮০ মিটার দূরে সরে যায়, তবে পালানো কঠিন।
এই ক্ষেপণাস্ত্রের সবচেয়ে বিশেষ ব্যাপার হল এর MIRV প্রযুক্তি (মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রি-এন্ট্রি ভেহিক্যালস)। এই প্রযুক্তিতে ক্ষেপণাস্ত্রে বসানো ওয়ারহেডের সংখ্যা বাড়ানো যেতে পারে। অর্থাৎ একটি মিসাইল একসঙ্গে একাধিক লক্ষ্যবস্তুকে লক্ষ্য করতে পারে। এটি স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ডে মোতায়েন করা হয়েছে। ভারতের সমস্ত ক্ষেপণাস্ত্র এই কমান্ডের অধীনে পরিচালিত হয়। এর মধ্যে রয়েছে পৃথ্বী, অগ্নি এবং সূর্যের মতো ক্ষেপণাস্ত্রও।

Journalist Name : Sampriti Gole

Related News