বড়দিনে কেমন থাকবে আবহাওয়া

banner

#Pravati Sangbad Digital Desk :

মঙ্গলবার সকালে সামান্য কুয়াশা দেখা গিয়েছে শহরের আকাশে। আকাশ মোটামোটি পরিষ্কারই থাকবে। তাপমাত্রা সামান্য হলেও কমে গিয়েছে। আপাতত শীতের আমেজ ফিরবে চলতি সপ্তাহের শেষে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এদিন সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস থেকে কমে দাঁড়িয়েছে ১.৮ ডিগ্রি সেলসিয়াসে। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি থেকে সামান্য বেড়ে ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৫৪ থেকে ৯৪ শতাংশ। হালকা কমল শীতের আমেজ। তবে এই সপ্তাহের শেষের দিকে ফের কমবে তাপমাত্রা। আবারও শীতের আমেজ ভালভাবেই অনুভূত হবে হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে। তবে সকালের দিকে গরম অনুভূত হওয়ার সম্ভাবনাই বেশি, বিকেলের পর থেকে শীতের আমেজ অনুভব হবে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অন্তত সেই দিকেই ইঙ্গিত দিচ্ছে। এই সপ্তাহে শুক্রবারের পর কিছুটা পারদপতন ঘটবে বলেও জানানো হয়েছে। 

এদিকে, উত্তরবঙ্গেও পাল্লা দিয়েই পারদ নিম্নমুখী জারি। দার্জিলিংয়ের তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াস, কালিম্পং ও কার্শিয়ায়ের তাপমাত্র ৭ থেকে ৮ ডিগ্রির মধ্যেই রয়েছে। শীতের ছুটির মুখে তাপমাত্রার এই পতন পর্যটকদের আরও ভিড় বাড়াবে বলে মনে করছে হাওয়া অফিস। অন্যদিকে জলপাইগুড়ি, শিলিগুড়ি সহ একাধিক জেলায় বাধাহীন উত্তুরে হাওয়া ঢুকতে শুরু করেছে।

বড়দিনে শীতের আমেজ থাকবে এই আশা করা যেতেই পারে। আরএমসি-র ওয়েবসাইট তথ্য অনুযায়ী, ২২ ডিসেম্বর পর্যন্ত শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। এরপর ২৩ ডিসেম্বর থেকে সামান্য বাড়তে পারে তাপমাত্রা। ২৫ ডিসেম্বর বড়দিন, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি হতে পারে। আগামী পাঁচদিন ভোরের দিকে হালকা কুয়াশা দিকে থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এদিকে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা অনেকটাই কম থাকবে কলকাতার তুলনায়। অপরদিকে ২১ ডিসেম্বর বুধবার সকাল পর্যন্ত দার্জিলিং এবং কালিম্পং-এর কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর আজ অর্থাৎ সপ্তাহের প্রথম দিন শুষ্ক আবহাওয়াই থাকবে রাজ্য জুড়ে। রাজ্যের কোনও জায়গায় বৃষ্টিপাতের পূর্বাভাস এখনও নেই। আগামী চার থেকে পাঁচ দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তাপমাত্রার কোনও বড় পরিবর্তন দেখা যাবে না। দক্ষিণবঙ্গে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা। শ্রীনিকেতনের তাপমাত্রা ৯ ডিগ্রি। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমানের তাপমাত্রা নেমে গিয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াসে। তবে শহর কলকাতার তাপমাত্রা গতকালের চেয়ে ১ ডিগ্রি বেড়েছে।


Journalist Name : Aparna Dutta

Related News