BMW CE 04: এক চার্জেই চলবে ১২৯ কিমি!ভারতে হাজির BMW-র প্রথম E-Scooter

banner

#PRAVATI SANGBAD DIGITAL DESK:

যত দিন এগোচ্ছে ততই সর্বত্র বৈদ্যুতিক যানবাহনের প্রতি আকৃষ্ট হচ্ছেন সকলে। এমতাবস্থায়, গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে EV-র একের পর এক দুর্ধর্ষ মডেল লঞ্চ করছে প্রস্তুতকারী সংস্থাগুলি। সেই রেশ বজায় রেখেই এবার BMW Motorrad-এর নতুন ইলেকট্রিক স্কুটার CE-04 লঞ্চ হতে চলেছে ভারতে।

গ্লোবাল মার্কেটে ইতিমধ্যেই BMW Motorrad তাদের এই CE 04 লঞ্চ করেছিল। তারপর তার ভারতে আসার পালা। মার্কিন যুক্তরাষ্ট্রে এই ইলেকট্রিক স্কুটারের দাম শুরু হচ্ছে 11,795 মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় 9 লক্ষ 72 হাজার টাকা থেকে। তবে, ভারতের বাজারে BMW CE 04 ইলেকট্রিক স্কুটারের দাম কত হতে পারে, সে বিষয়ে সংস্থার তরফ থেকে এখনও পর্যন্ত কিছুই জানানো হয়নি।

একটা ইলেকট্রিক স্কুটারের যে দিকগুলি সবার প্রথমে খেয়াল রাখতে হয়, তার মধ্যে অন্যতম হল রেঞ্জ। BMW Motorrad জানিয়েছে, CE 04 ইলেকট্রিক স্কুটারের রাইডিং রেঞ্জ 129 কিলোমিটার বা 80 মাইল। স্কুটারে যে ব্যাটারি প্যাকটি দেওয়া হয়েছে, তা 0-100 শতাংশ চার্জ হতে সময় নেয় মাত্র 4 ঘণ্টা 20 মিনিট। অন্য দিকে এই ব্যাটারি 0-80 শতাংশ চার্জ হতে সময় নেয় মাত্র 3 ঘণ্টা 30 মিনিট। অন্য দিকে ফাস্ট চার্জার ব্যবহার করলে এই স্কুটারই আবার 0-100 শতাংশ চার্জ করতে 1 ঘণ্টা 40 মিনিট সময় নেবে এবং 0-80 শতাংশ চার্জ করতে সময় নেবে মাত্র 1 ঘণ্টা 5 মিনিট । 

BMW Motorrad এই স্কুটারের জন্য পার্মানেন্ট-ম্যাগনেট সিঙ্ক্রোনাস মোটর ব্যবহার করছে, যা লিক্যুইড কুলড। এটি রেট করা হয়েছে 19.72 bhp পাওয়ারের জন্য। স্কুটারটির ইলেকট্রিক মোটরের সর্বাধিক পাওয়ার আউটপুট 4,900 rpm-এ 41.4 bhp এবং পিক টর্ক আউটপুট 1,500 rpm-এ 61 Nm।

BMW CE 04 ইলেকট্রিক স্কুটারের টপ স্পিড 120 Kmph, যা একটা ই-স্কুটারের নিরিখে অনেকটাই বেশি। স্কুটারটি 0-50 kmph অ্যাক্সিলারেট করতে সময় নেয় মাত্র 2.6 সেকেন্ড। মোট তিনটি রাইডিং মোড রয়েছে এর- ইকো, রেইন এবং রোড।

একটি LED হেডল্যাম্প রয়েছে এই স্কুটারে, যাতে 10.25 ইঞ্চির TFT ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লে BMW Motorrad কানেক্টিভিটি, কিলেস রাইড, ABS, ASC, ইলেকট্রনিক রিভার্স এবং ভেন্টিলেটেড স্টোরেজ কম্পার্টমেন্ট ও তার সঙ্গে USB-C সাপোর্ট করবে। এছাড়াও BMW CE 04 ইলেকট্রিক স্কুটারের ভারতীয় কাউন্টারপার্টটিতে আরও একাধিক ফিচার থাকতে পারে, যেগুলি স্কুটারটি ভারতে লঞ্চ হলেই জানা যাবে।

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, এই স্কুটারটির ধারণা প্রথমে ২০১৭ সাল নাগাদ সামনে আসে। পাশাপাশি, ২০২০ সালে এটির নিয়ার প্রোডাকশন মডেলটি প্রস্তুত করা হয়। এরপরে, স্কুটারটির ফাইনাল প্রোডাকশন রেডি মডেলটি ২০২১ সালের জুলাই মাসে পেশ করা হয়েছিল। এমতাবস্থায়, চলতি বছর এই বৈদ্যুতিক স্কুটারটি বিশ্বজুড়ে লঞ্চ হতে চলেছে।

Journalist Name : Sampriti Gole

Tags:

Related News