বড়দিনের আগে সুখবর,আজ থেকে খুলল সাঁতরাগাছি ব্রিজ

banner

#PRAVATI SANGBAD DIGITAL DESK:

মেরামতির জন্য একমাসের বেশী সময় ধরে আংশিক বন্ধ ছিল সাঁতরাগাছি ব্রিজ।এর ফলে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছিল। তবে বড়দিনের আগে জনসাধারণকে বড় উপহার দিল প্রশাসন। শুক্রবার ভোর ৫টা থেকে পুরোপুরি খুলে দেওয়া হল সাঁতরাগাছি সেতু। ফলে কলকাতা ঢোকা এবং বেরনো-দু'দিকেই স্বাভাবিক যান চলাচল দেখা গেল শুক্রবার সকালে। 

গত নভেম্বর মাস থেকে সাঁতরাগাছি সেতুর কাজ চলছিল। তখন থেকে যান নিয়ন্ত্রণ করা হয়। রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত সেতু থেকে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছিল। হাওড়া থেকে কলকাতা যাওয়ার গুরুত্বপূর্ণ রাস্তা এই সাঁতরাগাছি সেতু। এখানে রোজ প্রায় ৮০ হাজার গাড়ি সেতুর উপর দিয়ে যাতায়াত করে। সংস্কারের কাজ চলাকালীন ভোগান্তির শিকার হতে হচ্ছিল যাত্রীদের। একমাসের বেশি সময় ধরে যানজটে নাকাল হতে হয়েছে সাধারণ মানুষকে। সাধারণ মানুষের কথা ভেবে শীতের উৎসবের আগেই পুরোদমে সেতু চালু করার পরামর্শ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নির্দেশের পর যুদ্ধকালীন তৎপরতায় কাজ করেন পূর্তদফতরের ইঞ্জিনিয়ার, অফিসার এবং কর্মীরা। তারই সুফল মিলছে আজ থেকে।

মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনেই বড়দিনের আগেই চালু হয়ে গেল সাঁতরাগাছি সেতু। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, বড়দিন এবং নববর্ষে মানুষ যাতে অসুবিধায় না পড়েন সেজন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে। সেতুর উপর ২১টি এক্সপ্যানশন মেরামত করা হয়েছে। ১৯ নভেম্বর যে কাজ শুরু হয়েছিল, তা শেষ করার লক্ষ্যমাত্রা ছিল ৩১ ডিসেম্বর। নতুন বছরের শুরু থেকেই পুরোদমে চালু হবে সেতু বলে পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের আগেই সেই কাজ শেষ করে ফেলে সেতুর দু’টি দিকই খুলে দিল পূর্তদফতর। তাই আজ থেকেই খুলে গিয়েছে দু’দিকের রাস্তা।
কে, কী বলছেন সেতু নিয়ে?‌ এই বিষয়ে হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ ত্রিপাঠী বলেন, ‘‌শুক্রবার ভোর থেকেই যান চলাচল স্বাভাবিক হয়েছে। সেতুর দু’দিকের লেন দিয়েই স্বাভাবিক নিয়মে চলাচল করছে গাড়ি। রাস্তার বিভিন্ন জায়গায় পুলিশ মোতায়েন করা রয়েছে।’‌ একই বিষয়ে রাজ্যের পূর্তমন্ত্রী পুলক রায় বলেন, ‘‌সাধারণ মানুষের কথা চিন্তা করেই বড়দিনের আগে এই সেতু খুলে দেওয়া হল।’‌

Journalist Name : Sampriti Gole

Related News