রহস্যের কিনারা ভেদ করতে রাস্তায় জোরদার হচ্ছে সিসিটিভি

banner

#Pravati Sangbad digital Desk:

রহস্যের কিনারার মুক্তি হয় সিসিটিভি ফুটেজ দেখে। পুলিশের কাজেও অনেক সহায়তা করে এই সিসিটিভি। বেশিরভাগ তদন্তের সমাধান হয় সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে, শহরের নিরাপত্তার খাতিরে সিসি ক্যামেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ও বিশেষত দুর্ঘটনায় দ্রুত দোষীর নাগাল পেতে সিসি ক্যামেরা ফুটেজের সাহায্য নেয় পুলিশ। এবার আরও বাড়তি নজরদারি করতে শহরের রাস্তায় বসতে চলেছে সিসি ক্যামেরা। শহর কলকাতার নিরাপত্তা ব্যবস্থায় আরও নজর দেওয়া হচ্ছে। কলকাতায় আরও সাড়ে তিন হাজার সিসিটিভি ক্যামেরা লাগানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তহবিল থেকে কলকাতায় প্রায় আড়াই হাজার সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছিল। পাশাপাশি রাতের অন্ধকারেও গাড়ির নম্বর প্লেট ধরার জন্য ক্যামেরাও লাগানো হবে শহরের বিভিন্ন প্রান্তে এমনটাই নির্দেশে জানা গিয়েছে। এই কাজ সম্পূর্ণ হয়ে গেলে কলকাতা শহরে শুধু মহিলাই নয়, আপামর সাধারণ নাগরিকদের নিরাপত্তা আরও সুনিশ্চিত করা যাবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। সিসি ক্যামেরা শহরের নানা গুরুত্বপূর্ণ জায়গা সহ দুর্ঘটনাপ্রবণ এলাকায় বসানো ছিল, নানা বিষয়কে মাথায় রেখেই ২৫০০ অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন সিসি ক্যামেরা বসানো ছিল, এবার কলকাতা পুলিশের তরফে আরও ৩৫০০ সিসি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লালবাজার পুলিশ সূত্রে খবর কিছুদিনের মধ্যেই কলকাতা পুলিশের হিসাব অনুযায়ি ৬ হাজার অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন সিসি ক্যামেরার মধ্যে ৩৫০০ বসানোর কাজ শুরু হচ্ছে।

গোয়েন্দাদের মতে, এই ধরনের উন্নত প্রযুক্তি সম্পন্ন দুর্ঘটনাপ্রবন এলাকা, নির্জন বসতি, শহরের ফাঁকা জায়গার মত অর্থাৎ পুলিশের নজর এড়িয়ে অপরাধ সংগঠিত হতে পারে সেই সমস্ত জায়গাতেও বসানো হচ্ছে ওই ৩৫০০ সিসি ক্যামেরা। ২০২১ সালের হিসাব অনুযায়ী কমেছে কিছুটা ডাকাতির মত ঘটনা। ২১ টি ডাকাতির মত ঘটনা ২০২১ সালে হয়েছে ২৩ টি, যা অনেকটাই নিয়ন্ত্রণের মধ্যে বলে মনে করেন পুলিশের একাংশ। শহরের বুকে মহিলাদের অত্যাচারের মত ঘটনাও ঘটে মাঝে মধ্যেই, গতবছর মহিলাদের অত্যাচারের নিরিখে ২০২১ সালে ছিল ৩৪ টি, যার বর্তমানে ৩৩ টি। ২০২১ সালের ৬ অগস্ট কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ দফতরের তরফে এক বিবৃতিতে জানা যায়, ২০২০-২১ অর্থবর্ষে পশ্চিমবঙ্গের জন্য ১ কোটি ৯৮ লাখ ৯০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছিল।

এছাড়াও কোন দুর্ঘটনার সময় দ্রুত ঘাতক গাড়ির নম্বর সংগ্রহ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় ওই বিশেষ প্রযুক্তি সম্পন্ন সিসি ক্যামেরা, এতদিন শহরে তার সংখ্যা ছিল মাত্র ২৫ টি। শহরকে আরও সুরক্ষিত করার তাগিদে ও গাড়ির নম্বর তদন্তকারী অফিসারদের নজরে আনতে ৫০ টি বিশেষ প্রযুক্তি সম্পন্ন সিসি ক্যামেরা বসানো হবে। শহরকে আরও বেশি করে সুরক্ষিত করতে বিশেষ প্রযুক্তি সম্পন্ন সিসি ক্যামেরা বসানো সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশ । ক্রাইম রেকর্ড অনুযায়ী এই বছর হোমিসাইড বিভাগের কেস আছে ৩৪ টি, যা সর্বশেষ হিসাব অনুযায়ী ২০২১ সালে ছিল ৪৫ টি। দেশে মহিলাদের নিরাপত্তা আরও জোরদার করার লক্ষ্যে এই নির্ভয়া তহবিল চালু করা হয়েছিল। নির্ভয়া তহবিলের অর্থ বণ্টনের ক্ষেত্রে সুপারিশের জন্য একটি এমপাওয়ারড কমিটি গঠন করা হয়েছিল। ২০১৩ সালের বাজেট বক্তৃতায় তৎকালীন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম প্রথম এই নির্ভয়া ফান্ডের কথা উল্লেখ করেছিলেন।

Journalist Name : Aparna Dutta

Related News