Flash News
    No Flash News Today..!!
Tuesday, December 16, 2025

গাছের প্রয়োজনীয়তায় ছাদেই বানিয়ে ফেলুন বাগান

banner

journalist Name : পাপড়ি চক্রবর্তী

#Pravati Sangbad Digital Desk :

প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে গাছ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গাছের প্রত্যেকটি অংশ কাজে লাগে। শুধু প্রকৃতির ভারসাম্য বজায় রাখার জন্য নয় , বহু গাছ আয়ুর্বেদিক চিকিৎসার কাজে ব্যাবহৃত হয়। মানুষের শরীর সুস্থ করতেও গাছের ভূমিকা অপরিসীম। 

তবে বর্তমানে একের পর এক গাছ কেটে অট্টালিকা, রাস্তা নির্মাণ চলছে। মানুষ ভুলে যাচ্ছে প্রকৃতির কথা। এমনকি ভুলে যাচ্ছে নিজেদের সুস্থভাবে বেঁচে থাকার উপায়ও। আজকাল গাছের প্রয়োজনীয়তার বোঝানোর জন্য চারিদিকে বিভিন্ন পোস্টার , পদযাত্রা , মেলার আয়োজন ইত্যাদির মাধ্যমে মানুষকে সচেতন করা হচ্ছে। 

পরিবেশের ভারসাম্য বজায় রাখতে মধ্যমগ্রামের বাদুতে আয়োজন করা হয়েছে গাছেদের মিলন মেলা। বর্তমানে কমছে ফাঁকা জায়গার পরিমাণ। গড়ে উঠছে ছোট বড় অট্টালিকা। আর সেই সব অট্টালিকার ছাদে বাগান করার উপরই জোর দেওয়া হয় এই মেলায়। 

অতিরিক্ত গান লাগানোর ফলে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য বজায় থাকবে তেমনি অন্যদিকে গরমের হাত থেকেও রক্ষা পাওয়া যাবে বলে জানায় পরিবেশবিদরা। তবে বর্তমানে অনেকেই পছন্দ করেন বাগান তৈরি করতে। অনেকেরই বাড়ির সামনে জায়গা না থাকায় ছাদে বাগান করে থাকেন। ছোট জায়গায় কিভাবে বিভিন্ন ধরনের গাছ লাগিয়ে তার পরিচর্যা করে সুন্দর বাগান তৈরি করা যায় তারই প্রশিক্ষণ দেওয়া হল এই উৎসবে।

এদিন মেলায় ছিলো বিভিন্ন ধরনের ফুল ও ফলের গাছ। এছাড়াও তাদের পরিচর্যার জন্য ছিলো টব , বিভিন্ন সার , কীটনাশক সহ নানা উপকরণ। এই মিলন উৎসবে ছাদে বাগান করার পদ্ধতি সম্পর্কে মানুষকে জানানো হয়। মেলা প্রাঙ্গণ ভরে উঠেছিল সবুজের আলোয়। চারপাশে সবুজের সমাহার ছিলো এদিন। 

গাছেদের মিলন উৎসব অংশ নেন প্রায় চার হাজার মানুষ। গাছের প্রয়োজনীয়তা মানুষের জীবনে অনেকটা। চারিদিকে সবুজ গাছপালার জন্য অক্সিজেন সরবরাহ ঠিকঠাক চলতে পারে। 

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

প্রকৃতি
Related News