বেসিনে পাইপে ময়লা জমে জল নির্গমন বন্ধ হয়ে গেলে ঠিক করার উপায়

banner

#Pravati Sangbad Digital Desk:

বেসিন আমরা কমবেশি সকলেই ব্যবহার করি তবে বেসিনে যদি জমে থাকে ময়লা এবং তার ফলে জল নির্গমন বন্ধ হয়ে যায় তবে উপায় কি?এর জন্য কি আমরা ডাকবো কোন মিস্ত্রি? একদমই না। আপনি কি জানেন আপনার রান্নাঘরের এই ছোট্ট সমস্যাটি দূর করতে পারেন আপনি নিজেই। তাও আবার রান্নাঘরেই থাকা ছোট্ট কয়েকটি উপকরণের সাহায্যে। কি জানতে ইচ্ছে করছে তো, উপায় গুলি? চলুন তবে জেনে নেই কিভাবে আপনি নিজেই আপনার বেসিনের ময়লা দূর করতে পারেন-
১: কিছুটা গরম জল নিন এবং তার মধ্যে মিশিয়ে দিন ডিটারজেন্ট তারপর সেই জল ঢেলে দিন বেসিনের উপর, দূর হবে বেসিনের ময়লা।
২: একটি পাত্রে বেকিং সোডা এবং সামান্য কিছুটা ভিনেগার নিয়ে বেসিনের উপরে ঢাললে কিছুক্ষণের মধ্যে ধবধবে পরিস্কার হবে আপনার বেসিন।
৩: ডিম তো আমরা সকলেই খাই এবং ডিম ফাটানোর পর বাইরের সাদা খোসাটা আমরা সাধারণত ফেলে দিই, কিন্তু জানেন কি বাইরের এই সাদা অংশটা দিয়েই আপনি চমৎকার উপকার পেতে পারেন হ্যাঁ এই সাদা অংশটা অর্থাৎ ডিমের খোসাটি মিহি করে গুঁড়ো করুন তারপর বেসিনের ছাঁকনিতে তার ঢেলে দেওয়ার পর খানিকটা বেশি করেই জল ঢেলে দিন তারপর দেখুন ম্যাজিক। আপনার বেসিন হবে নতুনের মত পরিষ্কার। জেনে নিলেন তো? বেসিন পরিষ্কার করার উপায় তবে আর দেরি কিসের আজি আপনি এই উপরের তিনটি পদ্ধতি দিয়ে পরিষ্কার করে ফেলুন আপনার বাড়ির বেসিন।

Journalist Name : Joly Pramanick

Tags:

Related News