কর্ণফ্লাওয়ারের অসাধারণ কয়েকটি ব্যবহার

banner

#Pravati Sangbad Digital Desk:

রান্নাঘরের অতি পরিচিত উপকরণ হল কর্নফ্লাওয়ার।  কমবেশি সবার রান্নাঘরে এটি থাকে ।চাইনিজ যে কোন খাবার থেকে শুরু করে  বাঙালিরা নানান রকমের মুখরোচক রান্নায় এর ব্যবহার হয়ে থাকেন। কিন্তু জানেন কি, শুধু রান্নার কাজে নয়, আপনার  ছোট খাটো সমস্যা   দূর  করতেও  এটি ব্যবহার করতে পারেন। তাহলে জেনে নিন  ঘরোয়া  টোটকায়  কর্নফ্লাওয়ার এর ব্যবহার :
•পোকামাকড়ের  যন্ত্রণা পোহাতে হয় কমবেশি সকলকেই। এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে  কর্নফ্লাওয়ার  ব্যবহার করতে পারেন।  সমপরিমাণ কর্নফ্লাওয়ার ও প্লাস্টার অফ প্যারিস একসাথে মিশিয়ে  পোকামাকড়ের ঘরে ঢোকার এবং লুকোনোর জায়গায় দিয়ে রাখুন। ব্যস, ঝামেলা মুক্তি   পাবেন  ।
•  তৈলাক্ত ত্বকের রূপচর্চায়  কর্নফ্লাওয়ার  খুবই কার্যকরী ।রূপচর্চায় খুব তৈলাক্ত ত্বক হলে ট্যালকম পাউডারের সঙ্গে সামান্য কর্নফ্লাওয়ার মিশিয়ে ব্যবহার করতে পারেন। এটি  আপনার শরীরের অতিরিক্ত তেল শুষে নেবে এবং সহজে ঘাম হবে না।
•জানালার গ্লাস পরিষ্কার করতে  ও চকচকে করতে কর্নফ্লাওয়ারকে  ব্যবহার করতে পারেন । কর্নফ্লাওয়ারের সঙ্গে কিছুটা জল মিশিয়ে  নিয়ে  কাঁচে লাগিয়ে একটি সাদা   পরিষ্কার   কাপড় দিয়ে আলতো করে ঘষে নিন। এরপর ভেজা কাপড় দিয়ে মুছে ফেলুন। আর যদি দেখেন  কাঁচে ধুলো জমে ঝাপসা হয়ে  গেছে  তাহলে   হালকা গরম জলে ২ চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে স্প্রে বোতলে ভরে নিন। কাঁচের উপর এই মিশ্রণ স্প্রে করে খবরের কাগজ দিয়ে মুছে নিন। কাঁচ চকচকে হবে।

• জুতো দুর্গন্ধ থেকে মুক্তি পেতে  কর্ণফ্লাওয়ার খুবই উপকারী ।জুতায় দুর্গন্ধ থেকে মুক্তি  পেতে  সামান্য কর্নফ্লাওয়ার ছড়িয়ে রাখুন  জুতোর মধ্যে । সারারাত রেখে সকালে ঝেড়ে নিন। এতে  জুতোর  দুর্গন্ধ  দৌড়  হয়ে যাবে ।
•  পোশাকে  দাগ লাগলে  কর্নফ্লাওয়ার  ব্যবহার করে  দেখতে পারেন । পোশাকে তেলের দাগ লাগলে কিছুটা কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিন। ১৫-২০ মিনিট পর নরম ব্রাশ দিয়ে জায়গাটা ঘষে নিন। দাগ উঠে যাবে।  আবার পোশাকে কালি বা শক্তিশালী দাগ লাগলে কিছুটা কর্নফ্লাওয়ার জলের সঙ্গে মিশিয়ে লাগিয়ে রাখুন দাগের উপর। অল্প ভেজা থাকা অবস্থায় নরম টুথব্রাশ দিয়ে জায়গাটা ঘষে দিন।
• পা ঘামার সমস্যা থেকে মুক্তি পেতে  কর্নফ্লাওয়ার  ব্যবহার করতে পারেন ।পা ঘামা থেকে মুক্তি-অনেকেরই জুতো-মোজা পরলে পা ঘেমে যা। কিছুটা কর্নফ্লাওয়ার পায়ে হালকা করে লাগিয়ে নিন। পা-ঘামার সমস্যা থেকে মুক্তি পাবেন।
•পোশাকের মাড় হিসেবে   কর্নফ্লাওয়ার  ব্যবহার করতে পারেন।  চটজলদি পোশাকে মাড় দেওয়ার জন্য জলের সঙ্গে কর্নফ্লাওয়ার মিশিয়ে গরম করুন। মিশ্রণ ঘন হয়ে গেলে ব্যবহার করুন মাড় হিসেবে।
•তরকারিতে জল বেশি হয়ে গেলে- কনফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। অনেক সময় তরকারিতে জল  বেশি হয়ে গেল ঝোল ঘন হয় না। তরকারির ঝোল ঘন করতে কিছুটা কর্ণফ্লাওয়ার জলে গুলে দিয়ে দিন। তরকারির ঝোল ঘন হয়ে যাবে।

Journalist Name : Susmita Das

Tags:

Related News